ইডেন গার্ডেন্সে চলা টেস্ট ম্যাচের মধ্যেই সক্রিয় ছিল ক্রিকেট বেটিং চক্র। গ্যালারির ভিড়ের আড়ালে বসে মোবাইলের মাধ্যমে একাধিক বেটিং অ্যাপে টাকা লেনদেন চলছিল বলে খবর পায় পুলিশ।
সূত্রের ভিত্তিতে স্টেডিয়ামের এফ–১ ব্লক-এ হানা দিয়ে তিন যুবককে গ্রেপ্তার করে যৌথ তদন্তকারী দল এআরএস ও ডিডি। আরও কয়েকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতরা বিভিন্ন বেটিং অ্যাপে লাইভ ম্যাচ দেখে মুহূর্তে মুহূর্তে বাজি ধরছিল। গ্যালারিতে সন্দেহজনকভাবে মোবাইল লেনদেন করতে দেখে প্রথমে তাঁদের দিকে নজর যায় কর্তব্যরত পুলিশদের। পরে তৎপরতায় তিনজনকে হাতেনাতে ধরে ফেলা হয়। ধৃতরা হলেন, আলতাফ খান, অঙ্কুশ রাজ, পটেল পিঙ্কল কুমার।
ধৃতদের ফোন ঘেঁটে বেশ কিছু সন্দেহজনক লেনদেনের স্ক্রিনশট উদ্ধার হয়েছে। পুলিশের ধারণা, শুধু ইডেন নয়—দেশের বিভিন্ন স্টেডিয়ামেই ম্যাচ চলাকালীন সক্রিয় থাকে এ ধরনের বেটিং নেটওয়ার্ক। কলকাতায়ও একটি বড় চক্র গড়ে তোলার চেষ্টা চলছিল বলে সন্দেহ।
পুলিশের এক কর্তা বলেন, ‘স্টেডিয়ামের ভিতরে বসে বেটিং করা অত্যন্ত গুরুতর অপরাধ। আমরা ভবিষ্যতে নজরদারি আরও বাড়াব।’