চোট পেয়ে নিউজিল্যান্ড সিরিজের বাকি দুটি ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। বরোদায় প্রথম একদিনের ম্যাচে বল করার সময় পিঠে চোট লাগে তাঁর। পরে জানা যায়, সাইড স্ট্রেনের কারণে সিরিজের বাকি দুটি ম্যাচে আর মাঠে নামতে পারবেন না দক্ষিণী এই অলরাউন্ডার। কিন্তু, তাঁর এই চোট নিয়ে আচমকা শুরু হয়েছে বিতর্ক। আসলে, রবিবার প্রথম একদিনের ম্যাচে চোট পেয়ে মাঠ থেকে বেরিয়ে গেলেও ভারতের ইনিংসের অষ্টম উইকেটে ব্যাট করতে নামেন সুন্দর।
সেই সময় তাঁকে দেখেই বোঝা যাচ্ছিল, যন্ত্রণা নিয়েই খেলতে হচ্ছে। যা নিয়ে দ্বিচারিতার অভিযোগ তুলছেন ক্রিকেটপ্রেমীদের একাংশ। তাদের প্রশ্ন, যদি ভারতীয় দলের কোনও তারকা ক্রিকেটার ম্যাচ চলাকালীন গুরুতর চোট পেতেন, তাহলে কি তাঁকে খেলার জন্য চাপ দিতে পারত টিম ম্যানেজমেন্ট ? এক্ষেত্রে অনেকেই শুভমনের প্রসঙ্গ টেনে আনছেন। ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ চলাকালীন ঘাড়ে চোট পান শুভমন। সেদিন মাত্র ৩ বল খেলেই মাঠ ছেড়ে উঠে গিয়েছিলেন ভারত অধিনায়ক। পরবর্তীকালে, আর মাঠেও নামেননি তিনি।
বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ। তাঁর স্পষ্ট জবাব, টিম ম্যানেজমেন্ট সুন্দরের প্রতি অবিচার করেছে। কাইফ বলেন, শুভমনের চোট যাতে আরও বেড়ে না যায় তাই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে তাঁকে মাঠে নামানো হয়নি। তাও আবার এমন একটা পরিস্থিতিতে যখন ভারত আর ২০-৩০ রান করলেই জিতে যেত। কিন্তু সুন্দরের ক্ষেত্রে তো সেই একই মনোভাব দেখা গেল না।
ভারতের প্রাক্তন এই ক্রিকেটার নিজের ক্ষোভ উগরে দিয়েছেন টিম ম্যানেজমেন্টের ওপর। কাইফের মতে, রবিবারের ম্যাচটা পুরোপুরি ভারতের নিয়ন্ত্রণে ছিল। তাই চোট পাওয়া ক্রিকেটারকে নামিয়ে ম্যানেজমেন্ট বিরাট ঝুঁকি নিয়েছে বলেই মনে করছেন তিনি। সরাসরি গম্ভীরের নাম না নিলেও ঘুরিয়ে যে কাইফ তাঁকেই বিঁধেছেন, তা বলাই বাহুল্য।