তিলকের রিটায়ার্ড আউট নিয়ে বিতর্ক

প্রতিনিধিত্বমূলক চিত্র

একানা স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্স হারার পর আলোচনায় অধিনায়ক হার্দিক পান্ডিয়া ও তরুণ তুর্কি তিলক ভার্মা। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মুম্বইয়ের ইনিংসের ১৯তম ওভারের শেষে তিলক মাঠ থেকে বেরিয়ে যান রিটায়ার্ড আউট হয়ে। ২৩ বলে ততক্ষণে তিনি ২৫ রান করেছিলেন। ম্যাচের শেষ ওভারে হঠাৎ আউট না হয়েও কেন তাঁকে ফিরতে হল ড্রেসিংরুমে? ম্যাচ শেষে মুম্বই ইন্ডিয়ান্সের কোচ ও অধিনায়ক তা নিয়ে ব্যাখ্যা করেছেন। তবে ক্রিকেট মহলে বলাবলি হচ্ছে, এই সিদ্ধান্ত কার্যত আত্মঘাতী গোলের মতো।

মুম্বইয়ের ইনিংসের ১৯তম ওভারের শেষে তিলক রিটায়ার্ড আউট হওয়ার পর মিচেল স্যান্টনার মাঠে নামেন। তিলককে কেন তুলে নেওয়া হয়েছিল? এই প্রশ্ন সকলের মনে জেগেছিল। ম্যাচ শেষে মুম্বই দলের হেড কোচ মাহেলা জয়বর্ধনে বলেন, ‘তিলক ভালোই ব্যাট করছিল। যখন আমরা স্কাইয়ের উইকেটে হারালাম আর পার্টনারশিপটা ভেঙে গেল তখন তিলক আরও রান তোলার চেষ্টা করেছিল। কিন্তু ও পারছিল না। আমরা অপেক্ষা করছিলাম যে, ও হয়তো পিচে একটু সময় কাটালে পরের দিকে হাত খুলে খেলতে পারবে। কিন্তু ও খুব চাপ অনুভব করছিল। আমদের ওই সময় ম্যাচটা বার করতে পারবে তেমন একজন প্লেয়ার লাগত। ফলে পরিকল্পনামাফিক আমরা ওকে তুলে স্যান্টনারকে নামানোর সিদ্ধান্ত নিই। এটা সম্পূর্ণ ম্যাচের পরিস্থিতি অনুযায়ী একটা সিদ্ধান্ত। তার বাইরে আর কিছুই নয়।’

মুম্বইয়ের কোচের পাশাপাশি এই বিষয়ে দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া বলেছেন, ‘আমাদের কিছু বড় শটের প্রয়োজন ছিল। ও সেই মুহূর্তে পারছিল না। ক্রিকেটে এমন কিছু কিছু দিন যায়, যখন চেষ্টা করলেও ব্যাটে রান আসে না। এটা খুবই সাধারণ বিষয়। আমাদের আরও ভালো ক্রিকেট খেলতে হবে।