অনূর্ধ্ব-২৩ ভারতীয় দল শনিবার প্রীতি ম্যাচে থাইল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামছে। পাথুম থানির থাম্মাসাত স্টেডিয়ামে থাইল্যান্ডের অনূর্ধ্ব-২৩ দলের মুখোমুখি হচ্ছে। এই ম্যাচের জন্য গত ৭ নভেম্বর থেকে কলকাতায় প্রস্তুতি শিবির করেছে নওশাদ মুসার দল। সেখান থেকে ২৩ সদস্যের চূড়ান্ত একটি দল নিয়ে গত ১৩ নভেম্বর থাইল্যান্ডে গেছে তারা। ঘোষিত এই দলে প্রায় ১০ জন নতুন খেলোয়াড় সুযোগ পেয়েছেন। বিষয়টি নিয়ে প্রধান কোচ মুসা বলেন, কলকাতায় এই শিবির তাঁদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। কারণ, এই মুহূর্তে তাঁর দলে ১০ জন নতুন খেলোয়াড় আছে, যাদের বেশিরভাগই তরুণ। মূলত, ভবিষ্যতের কথা মাথায় রেখে দলকে আরও উন্নত করতে মুসা ভারতীয় দলে বেশ কয়েকজন নতুন খেলোয়াড়কে সুযোগ দিয়েছেন ।
বিষয়টি নিয়ে মুসা আরও বলেন, তিনি সবসময় সবাইকে খেলার পর্যাপ্ত সময় দেওয়ার চেষ্টা করেন, যাতে তারা নিজেদের প্রমান করতে পারে। পাশাপাশি, প্রতিপক্ষ থাইল্যান্ডের বিষয়ে বলতে গিয়ে ভারতীয় দলের কোচ জানান, তাঁরা থাইল্যান্ডের কয়েকটি ম্যাচ দেখেছেন। তাঁর মতে থাইল্যান্ড যথেষ্ট শক্তিশালী দল। তাই তাদের মোকাবেলা করা কঠিন হবে বলেই মুসা মনে করছেন।
শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠে নামার আগে তাই দলের খেলোয়াড়দের বিশেভাবে সতর্ক করলেন কোচ।