ইস্টবেঙ্গলের তথ্যচিত্র ‘মশাল’ উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ফাইল চিত্র

ইস্টবেঙ্গলের শতবর্ষে তৈরি তথ্যচিত্র ‘মশালে’র প্রিমিয়ারে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর হাত দিয়েই ওই তথ্যচিত্র প্রদর্শনীর সূচনা হবে। ছবিটির সময়সীমা ৫৮ মিনিটের মতো। আগামী ২৪ এপ্রিল বিকাল সাড়ে চারটের সময় রবীন্দ্র সদনে ওই তথ্যচিত্রর প্রিমিয়ার হতে চলেছে। ইস্টবেঙ্গল কর্তাদের আমন্ত্রণে সাড়া দিয়ে সেই অনুষ্ঠানে থাকবেন মুখ্যমন্ত্রী। ৫৮ মিনিটের এই তথ্যচিত্রে মোটামুটিভাবে চেষ্টা করা হয়েছে ইস্টবেঙ্গল ক্লাবের ১০০ বছরের সামগ্রিক ইতিহাসকে তুলে ধরতে।

ইস্টবেঙ্গলে ক্লাবের শতবর্ষ ঘিরে যে যে পরিকল্পনা ২০২০ সালে নেওয়া হয়েছিল তারমধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল গৌতম ঘোষের পরিচালনায় তথ্যচিত্র, ‘মশাল।’ আর তার ঠিক পরেই তথ্যচিত্রর কাজ শুরুও করে দিয়েছিলেন গৌতম ঘোষ। কিন্তু সেই সময় হঠাৎই কোভিডের আক্রমণে তথ্যচিত্রের সমস্ত কাজই আটকে যায়। এবার, কাজটা শেষ অবধি ভালোভাবে তৈরী করতে লেগে গিয়েছে পাঁচ-পাঁচটি বছর। নাম দেওয়া হয়েছে, ‘মশাল’।

ক্লাবের পরিকল্পনা হয়েছে, যে কোনও ফিচার ফিল্মের মতোই ইস্টবেঙ্গল ক্লাবের তথ্যচিত্র ‘মশাল’ প্রদর্শিত হবে বিভিন্ন সিনেমা হলে। তবে কোন কোন সিনেমা হলে এই তথ্যচিত্র দেখানো হবে, তা এখনও ঠিক হয়নি। পাশাপাশি ভাবনা রয়েছে ‘ওটিটি’-তে দিয়ে দেওয়ার যাতে বিশ্বের বিভিন্ন প্রান্তের সমর্থকরা অনায়াসে দেখে নিতে পারেন তাঁদের ক্লাবের উপর তৈরি তথ্যচিত্র। কিন্তু তার আগে ২৪ এপ্রিল রবীন্দ্র সদনে ‘প্রিমিয়ার’ ঘিরে প্রস্তুতি তুঙ্গে।