রেকর্ড গড়ে গ্র্যান্ড সুইসে চ্যাম্পিয়ন রমেশবাবু বৈশালী

প্রতিনিধিত্বমূলক চিত্র

বিশ্বসেরা হওয়ার দিকে আরও একধাপ এগোলেন রমেশবাবু বৈশালী। মহিলাদের ফিডে গ্র্যান্ড সুইস দাবা চ্যাম্পিয়ন হলেন তিনি। প্রাক্তন মহিলা বিশ্ব চ্যাম্পিয়ন চীনের তান ঝোংগির সঙ্গে ড্র করে ট্রফি নিশ্চিত করেন ২১ বছর বয়সি ভারতীয় এই দাবাড়ু। ১১ রাউন্ডের লড়াইয়ে ৮ পয়েন্ট পেতেই খেতাব নিশ্চিন্ত হয়ে যায় তাঁর। এই প্রসঙ্গে বলা যায়, এর আগে ২০২৩ সালেও এই শিরোপা জিতেছিলেন বৈশালী। ফলে, পরপর দুটি গ্র্যান্ড সুইস জেতার দুরন্ত এক রেকর্ড গড়লেন তিনি, যা আর কোনও ভারতীয় দাবাড়ুর নেই। এই খেতাব জয়ের ফলে ২০২৬ সালের ক্যান্ডিডেটস টুর্নামেন্ট খেলার যোগ্যতা অর্জন করলেন বৈশালী।

যদিও, ক্যান্ডিডেটস টুর্নামেন্টে যথেষ্ট কঠিন প্রতিযোগিতার মুখে পড়তে হবে ২১ বছর বয়সী এই দাবাড়ুকে। সেখানে দুই ভারতীয় দাবাড়ু কোনেরু হাম্পি, দিব্যা দেশমুখের পাশাপাশি রয়েছেন ঝু জিনার, আলেক্সান্দ্রা গোরিয়াচকিনা, তান ঝোংগি, কাতেরিনা লাগনোর মতো একাধিক নামি দাবাড়ুরা । আপাতত সেসব নিয়ে বিশেষ ভাবতে রাজি নন বৈশালী। জানালেন, চেন্নাই গ্র্যান্ড মাস্টার্সে তাঁকে যথেষ্ট সমস্যার মুখে পড়েতে হয়েছিল। তারপরই তিনি ঠিক করেন, এবারের সুইস দাবায় অংশগ্রহণ করবেন। এজন্য, বিশেষ প্রস্তুতিও নিয়েছেন বলে খেলা শেষে জানাতে ভুললেন না বৈশালী। আর সেই কারণেই এই টুর্নামেন্টে কাঙ্ক্ষিত সাফল্য পেয়েছেন বলে মনে করছেন তিনি।