ক্লাসিক্যাল দাবা থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত কার্লসেনের

রবিবার ক্লাসিক্যাল দাবায় প্রথমবারের জন্য তরুণ ভারতীয় দাবাড়ু ডি গুকেশের কাছে পরাজিত হয়েছেন বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনেস কার্লসেন। সেই হার সহজে মেনে নিতে পারেননি তিনি। প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করার পরেই রাগে টেবিলে ঘুসিও মারেন তিনি। যদিও, পরে তার এই আচরণের জন্য প্রতিপক্ষ গুকেশের কাছে ক্ষমাও চান তিনি। আর এবার জানা যাচ্ছে, নিজের ক্যারিয়ারে নিয়েই বড়ো এক সিদ্ধান্ত নিতে চলেছেন তিনি।

নরওয়ে ওপেনের এই ম্যাচ শেষে কিংবদন্তি দাবাড়ু জানান, ‘অবসরের সম্ভাবনা একেবারেই উড়িয়ে দিচ্ছি না।’ তবে, বর্তমানে তার একমাত্র লক্ষ্য যে নরওয়ে ওপেন এদিন সেকথা আরও একবার মনে করিয়ে তার বক্তব্য নরওয়ে চেসের বাকি ৩টি ম্যাচ খেলার পরেই ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেব। তার এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই অবাক গুকেশও। বিষয়টি নিয়ে তার বক্তব্য, ‘ক্লাসিক্যাল দাবা খেলা নিয়ে ওঁর আগ্রহ ছিল না, তবে এমন সিদ্ধান্ত নেবেন সেটা আশা করিনি।’

আসলে, ক্লাসিক্যাল দাবা নিয়ে কোনও দিনই তেমন আগ্রহ ছিল না বিশ্বের একনম্বর দাবাড়ু কার্লসেনের। তিনি মূলত র্যা পিড, ব্লিৎজ অথবা ফ্রি স্টাইল দাবা খেলতেই বেশি ভালোবাসেন। তবে, ক্লাসিক্যাল দাবা নিয়ে আগ্রহ না থাকলেও গুকেশের কাছে হারটা তিনি ম্যাচের একদিন পরেও সহজভাবে মেনে নিতে পারেননি। বিষয়টি নিয়ে তিনি নিজেই জানান, ‘এমন নয় যে আমি ক্লাসিক্যাল চেস খেলতে পারি না, তবে গতকালের মতো জেতা ম্যাচ হাতছাড়া হলে কিছু বলার থাকে না।’ সবমিলিয়ে ভারতের ১৯ বছরের তরুণ গুকেশের কাছে হারের ক্ষত এখনও যথেষ্ট তাজা কিংবদন্তি এই দাবাড়ু মনে করেন।