গাভাসকার-সোবার্সের রেকর্ড ভাঙলেন অধিনায়ক শুভমন

প্রতিনিধিত্বমূলক চিত্র

ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে একের পর এক রেকর্ড গড়ে ভারতের অধিনায়ক শুভমন গিল শিরোনামে উঠে এসেছেন। এমনকি পূর্বসূরিদের রেকর্ড ভেঙে দিয়ে নজরে চলে এসেছেন অধিনায়ক শুভমন। বৃহস্পতিবার থেকে ওভালে শুরু হয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্ট ম্যাচ। টসে হেরে গিয়ে ভারতীয় দল প্রথমে ব্যাট করতে নেমেছে। প্রথম দিনেই মধ্যাহ্নভোজের আগে ভারতের কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাসকার ও সোবার্সের রেকর্ড ভেঙে দিলেন ভারতের অধিনায়ক। এক টেস্ট সিরিজে অধিনায়ক হিসেবে সর্বাধিক রান করার কৃতিত্ব দেখিয়েছেন অধিনায়ক শুভমন গিল।

এখানে উল্লেখ করা যেতে পারে, ১৯৭৮-৭৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে ৬ টেস্টে ৯ ইনিংসে ৭৩২ রান করেছিলেন তৎকালীন ভারতের অধিনায়ক সুনীল গাভাসকার। আর এই মুহূর্তে ইংল্যান্ড সফরে চারটি টেস্টে ৭২২ রান করে মাঠে নেমেছিলেন বৃহস্পতিবার শুভমন গিল। অর্থাৎ গাভাসকারের রেকর্ড ভাঙতে দরকার ছিল মাত্র ১১ রানের শুভমনের। পঞ্চম টেস্ট ম্যাচে প্রথম দিনেই অধিনায়ক শুভমন গিল খেলতে নেমে ভারতের এক সিরিজে সেই রান টপকে গেলেন। ঠান্ডা মাথায় চার মেরে ওই রান তিনি টপকে গেলেন। ভারতের এক সিরিজে সবচেয়ে বেশি রান করার এই রেকর্ড গাভাসকারের ছিল। ১৯৭১ সালে অভিষেক সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আট ইনিংসে লিটল মাস্টার ৭৭৪ রান করেছিলেন। তা টপকাতে গেলে ওভালে শুভমনের দরকার ৫৩ রানের। অর্থাৎ ৫৪ রান করলেই শচীন তেণ্ডুলকরের রেকর্ডটাও ভেঙে দেবেন শুভমন।

ভারতের অধিনায়ক ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে প্রথম দু’টি টেস্টে একটি দ্বিশতরান ও দু’টি শতরান করার সুবাদে ৫৮৫ রান করে সবাইকে হতবাক করে দিয়েছে। তৃতীয় টেস্টে লর্ডসের মাঠে সেইভাবে নজর কাড়তে পারেননি। তিনি করেছিলেন প্রথম ইনিংসে ১৬ ও দ্বিতীয় ইনিংসে ৬ রান। আবার চতুর্থ টেস্টে ওল্ট ট্র্যাফোর্ডে প্রথম ইনিংসে ১২ রান করে আউট হলেও দ্বিতীয় ইনিংসে শতরান করে রেকর্ডের খাতায় নিজের নাম লিখিয়ে ফেলেন।