শিবনাথ দাস
বুধবার কলকাতা ঘোড়দৌড়ে মোট সাতটি বাজি। মূল বাজি দ্য কলকাতা ট্রায়াল স্টেকস। মাত্র চারটি ছেলে ঘোড়া অংশগ্রহণ করছে। হাড্ডাহাড্ডি লড়াই হবে ‘পানটাজি’ এবং ‘গোল্ড এম্পায়ার’-এর মধ্যে। ভিক্টোরিয়া ক্রস ঘোড়াটি আপসেট করতে পারে।
মতামত:
প্রথম বাজি— দুপুর ১টা ৪৫ মি., সিটি অফ জয় ১, আই স্মেল দ্য ডেঞ্জার ২ এবং সি ওয়াটারস ৩।
দ্বিতীয় বাজি— ২.১৫ মি., হার্ট ১, গার্থ ২ এবং দ্য প্রেজেন্স ৩।
তৃতীয় বাজি— ২.৪৫ মি., মেন স্ট্রিট ১, গ্রেট গানস ২ এবং স্ট্রমি ওসেন ৩।
চতুর্থ বাজি— ৩টা ১৫ মি., পানটাজি ১, গ্লোড এম্পায়ার ২, ভিক্টোরিয়া ক্রস ৩।
পঞ্চম বাজি— ৩টা ৪৫ মি., দুবাই প্রিন্সেস ১, ভিনসেন্ট ভ্যানগগ ২, হাইকম্যান্ড ৩.।
ষষ্ঠ বাজি— ৪.১৫ মি., লাইট দ্য ওয়ার্ল্ড ১, মাথাঙ্গি ২, ডাক্টার ডুম ৩।
সপ্তম বাজি— ৪টা ৪৫ মি., ডোনা সিরেনা ১, ট্রিলিনায়ার ২, সুপারনেটিভ ৩।
দিনের সেরা— ডোনা সিয়েনা