সিএবি আয়োজিত আন্তঃ মহকুমা ক্রিকেট প্রতিযোগিতায় বিজয়ী হলো সদর বর্ধমান মহকুমা দল। বর্ধমান ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের পরিচালনায় অনুর্দ্ধ ১৫ এই প্রতিযোগিতা এবার হয় শহর বর্ধমানের রাধারাণী স্টেডিয়ামে। প্রতিযোগিতার শেষ খেলায় অংশ নেবার কথা ছিল পশ্চিম বর্ধমানের দুর্গাপুর মহকুমা এবং সদর বর্ধমান। কিন্তু সোমবার রাতে প্রবল বর্ষণে যে ভাবে স্টেডিয়ামের পিচ ভিজে গেছে তাতে এখনও খেলার উপযোগী হয়নি বলে বিশেষজ্ঞরা জানিয়ে দেন। ফলে বর্ধমান এবং দুর্গাপুর মাঠে হাজির থাকলেও খেলা হয় নি।
এ ক্ষেত্রে দুই মহকুমা দলকে পয়েন্ট ভাগাভাগি করে দেওয়া হয়। পয়েন্ট ভাগাভাগি হবার দেখা যায় বর্ধমান দল সবচেয়ে বেশি পয়েন্ট পেয়ে এগিয়ে। চারটি ম্যাচ খেলে বর্ধমানের সংগ্রহ ১৪ পয়েন্ট। বর্ধমান তিনটিতে জিতেছে। একটি ম্যাচ ড্র করেছে। অন্যদিকে দুর্গাপুর সংগ্রহ করেছে ১০ পয়েন্ট। তারা দুটি খেলায় জিতলেও একটি ম্যাচ তারা ড্র করেছে। ফলে এই পর্যায়ে বর্ধমান চ্যাম্পিয়ান হয়ে পরবর্তী পর্যায়ে খেলার যোগ্যতা পেলো।