ক্রীড়াক্ষেত্রে ব্রিজস্টোনের অংশীদারিত্ব

এম.শ্রীশঙ্কর (Photo: IANS)

ভারতের ক্রীড়াক্ষেত্রে উৎসাহ দিতে প্রখ্যাত টায়ার প্রস্তুতকারী সংস্থা ব্রিজস্টোন ইনস্পায়ার ইনস্টিটিউট অব স্পাের্টস (আইআইএস) এর মাধ্যমে। প্রশিক্ষণের সহায়তা দিচ্ছে। সম্প্রতি আইআইএসে বত্রিশ জন অ্যাথলিট সম্পূর্ণ বৃত্তিমূলক প্রশিক্ষণের অধীনে আন্তর্জাতিক প্রশিক্ষকদের কাছে।

প্রশিক্ষণ প্রক্রিয়া চালাচ্ছেন। নীরজ চোপরা (জ্যাভলিন) অবিনাশ সাবলে (স্টিপল চেজ), অনু রানি (জ্যাভলিন) এম.শ্রীশঙ্কর (লঙ জাম্প)। সম্প্রতি টোকিও রওনা হয়েছেন ভারতীয় ক্রীড়াবিদদের সঙ্গে।

এরা সকলেই আন্তর্জাতিক প্রশিক্ষকদের কাছে প্রশিক্ষণ পেয়েছেন। সংস্থার পক্ষে ম্যানেজিং ডিরেক্টর পরাগ সতপুটে জানান, সংস্থা চারজন অ্যাথলিটের যাবতীয় ব্যবস্থাপনার দায়িত্ব গ্রহণ করে।