অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দল ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে বেশ কিছু সমালোচনা শুনতে পাওয়া গিয়েছে। ভারতীয় দলের অধিনায়কের ব্যাটনটা তুলে দেওয়া হয় তরুণ ক্রিকেটার শুভমন গিলকে। শুভমন ব্রিগেডে একদিনের সিরিজে অভিজ্ঞ ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মা জায়গা পেয়েছেন। নতুন অধিনায়ক হিসেবে তখনই শুভমন গিল বলেন, আগামী একদিনের বিশ্বকাপ ক্রিকেটে ভারতীয় দলে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে দেখতে পেলে ভালো লাগবে। কিন্তু বোর্ডের নির্বাচক ও কর্মকর্তারা চাইছেন তরুণ ব্রিগেডের উপরেই নির্ভর করে ভারতীয় দলকে ভাবতে। সেই কারণেই বিরাট ও রোহিতের কি ভূমিকা হবে অস্ট্রেলিয়া সফরে সেটা দেখে নিতে চাইছেন নির্বাচকরা।
শেষ পর্যন্ত বোর্ড কর্মকর্তারা ভারতের দুই তারকা ক্রিকেটারের উপরে কিছু শর্ত আরোপ করছেন। তাঁদের বলা হয়েছে অস্ট্রোলিয়া সফরের পরে ঘরোয়া ক্রিকেটে তাঁদের অংশ নিতে হবে। অস্ট্রেলিয়া থেকে ফিরে আসার পরেই ভারতকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একেদিনের ম্যাচে খেলতে হবে। এর পরেই রয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচ। তবে পাঁচ সপ্তাহ পরে এই সিরিজ শুরু হবে। সেই অবসরেই ঘরোয়া ক্রিকেটে বিরাট ও রোহিতকে খেলার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। তখন অবশ্য বিজয় হাজারে ট্রফির খেলা চলবে।
আগামী ২৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিজয় হাজারে ট্রফি। ভারতীয় দলের নিউজিল্যান্ড সিরিজ শুরুর আগে বিজয় হজারের ছ’টা ম্যাচ হবে। তার মধ্যে অন্তত তিনটে ম্যাচ খেলতে হবে রোহিত এবং কোহলিকে। তবে, এই প্রথম নয়। এর আগেও, ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরের নির্দেশে বিরাট কোহলি ও রোহিত শর্মা রঞ্জি ট্রফিতে মাঠে নেমেছিলেন। তারপরেও কি এই দুই তারকা ক্রিকেটারকে পরীক্ষায় বসতে হবে! তাহলে কি বোর্ড কর্মকর্তারা বিরাট ও রোহিতের উপরে ভরসা রাখতে পারছেন না। ফিটনেসের ব্যাপারে তো আগেই প্রমাণ করে দিয়েছেন এই দুই ক্রিকেটার।
এই প্রসঙ্গে বলা যায়, রোহিত আট বছর আগে শেষবার বিজয় হাজারে ট্রফিতে মাঠে নামেন। অন্যদিকে, বিরাট শেষবার খেলেছেন ১৩ বছর আগে। তারপরেও, বোর্ড স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে জাতীয় দলে নিজেদের জায়গা ধরে রাখার জন্য ঘরোয়া ক্রিকেটেও নিজেদের প্রমাণ করতে হবে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে। তাই নতুন করে বিতর্ক শুরু হল।