বিলিয়ার্ডস বিশ্ব চ্যাম্পিয়ন মনোজ কোঠারি প্রয়াত

ফাইল চিত্র

বিলিয়ার্ডসে বিশ্ব চ্যাম্পিয়ন মনোজ কোঠরি সোমবার প্রয়াত হন। সাতষট্টি বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হন। অবশ্য, দীর্ঘদিন তিনি লিভারের সমস্যা অসুস্থ ছিলেন। দশদিন আগে তাঁর লিভার প্রতিস্থাপন হয়েছিল। তিনি শুধু বিলিয়ার্ডসের সঙ্গে যুক্ত ছিলেন তাই নয়, ফুটবল, ক্রিকেট ও হকির সঙ্গেও তাঁর যোগাযোগ ছিল।

১৯৯০ সালে বিশ্ব বিলিয়ার্ডসে চ্যাম্পিয়ন হয়েছিলেন মনোজ। তাঁর ছেলে সৌরভ কোঠারিও বিলিয়ার্ডসে বিশ্ব চ্যাম্পিয়ন। সৌরভ অবশ্য দুবার বিশ্ব চ্যাম্পিয়ন হন। সৌরভের কোচ ছিলেন তাঁর বাবা মনোজ কোঠারি।

গতবছর সৌরভ পঙ্কজ আডবানীকে হারিয়ে এই কৃতিত্ব দেখিয়েছিলেন। বিলিয়ার্ডস পরিবারে বাবা ও ছেলে যেমন বিশ্ব জয় করেছেন, তেমনই প্রয়াত মনোজ কোঠারির স্ত্রী নীতাও বিলিয়ার্ডসে রাজ্য চ্যাম্পিয়ন। এই খেলাকে জনপ্রিয় করার জন্য মনোজ কোঠারি ও নীতা কোঠারি বিরাট ভূমিকা নিয়েছিলেন। তাঁর প্রয়ানে খেলার জগতে শোকের ছায়া নেমে আসে।