আইপিএল যত এগোচ্ছে, ততই উত্তেজনা বাড়ছে। হিসেব মতো দেখতে গেলে চলতি টুর্নামেন্টে মোটামুটি ভাবে ৮টি দল এখনও প্লে-অফের দৌড়ে রয়েছে। প্রথম চারটি স্থানের জন্য চলছে টানটান লড়াই। এই অবস্থায় অনেক প্রাক্তন ক্রিকেটারই সম্ভাব্য চ্যাম্পিয়ন দলের নাম বলতে শুরু করেছেন। এবার ভবিষ্যদ্বাণী করলেন তারকা ক্রিকেটার সুনীল গাভাসকার।
ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক দাবি করেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুই এবারের আইপিএলের খেতাব জয়ের প্রধান দাবিদার। আরসিবির ফর্ম সম্পর্কে গাভাসকার বলেন, মুম্বই ইন্ডিয়ান্স চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে বেঙ্গালুরুকে ভয় দেখাতে পারে। তিনি আরও বলেন, ‘আরসিবি ব্যাটিং এবং ফিল্ডিং দুই বিভাগেই দুর্দান্ত। সেই কারণেই বিরাট কোহলির বেঙ্গালুরু দল খেতাব জয়ে অন্য দলকে টেক্কা দিতে পারবে।