জাতীয় স্কুল সাঁতারে বাংলার সানিথীর তিনটি সোনা

দিল্লিতে অনুষ্ঠিত ৬৯ তম জাতীয় বিদ্যালয় সাঁতার প্রতিযোগিতায় বাংলার সানিথী মুখার্জি নতুন দুটি মিট রেকর্ড সৃষ্টি করে তিনটি সোনার পদক জয়ের হ্যাটট্রিক করে। অনূর্ধ্ব ১৪ বছর বালিকা বিভাগে উত্তর ২৪ পরগনা জেলার অ্যাডামাস ওয়ার্ল্ড স্কুলের তনয়া ও সানিথী মুখার্জি অতীতের সব রেকর্ড ভেঙে ৫০ মিটার বাটারফ্লাই সাঁতারে ২৯. ৯৫ সেকেন্ড সময় করে এবং ৫০ মিটার ফ্রি স্টাইল সাঁতারে ২৮. ৩৪ সময় করে সাঁতারের ইতিহাসে দুটি মিট রেকর্ড গড়ে তোলে । ১০০ মিটার বাটার ফ্লাই সাঁতারে ১. ০৭. ১৮ সেকেন্ড সময় করে তৃতীয় সোনার পদকটি পায়।

অনূর্ধ্ব ১৯ বছরের বালিকা বিভাগে উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর সেন্ট্রাল মডেল স্কুলের ছাত্রী সাগ্নিকা রায়, ৫০ মিটার ব্যাক স্ট্রোক সাঁতারে এবং ১০০ মিটার ব্যাক স্ট্রোক সাঁতারে জোড়া সোনার পদক লাভ করে। অনূর্ধ্ব ১৭ বছরের বালিকা বিভাগে উত্তর কলকাতার বাগবাজার মাল্টিপারপাস গার্লস স্কুলের প্রগতি দাস ড্রাইভিং হাই বোর্ডে ও তিন মিটার বোর্ড ড্রাইভিং এ জোড়া সোনার পদক জয় করে। অনুর্ধ ১৯ বছরের বালিকা বিভাগে সেন্ট্রাল কলকাতার আদি মহাকালী পাঠশালার ছন্দিতা চৌধুরী ড্রাইভিং হাই বোর্ডে রুপোর পদক পেয়েছে।

অনূর্ধ্ব ১৯ বছরের বালিকা বিভাগে হুগলি জেলার রানাগড় হাই স্কুলের কন্যাশ্রী পৃথা দেবনাথ ১০০ মিটার ও ২০০ মিটার ব্রেস্টস্ট্রোক সাঁতারে জোড়া ব্রোঞ্জ পদক লাভ করে। অনুর্ধ ১৪ বছর বালিকা বিভাগে উত্তর কলকাতার হলি চাইল্ড ইনস্টিটিউশন এর স্মৃতি দাস ড্রাইভিং হাই বোর্ডে ব্রোঞ্জ পদক পায়। বাংলা দলের টিম ম্যানেজার ড. হরেকৃষ্ণ দাস জানান যে আমাদের কন্যাশ্রী দের সাফল্যে আমরা খুশি। খেলোয়াড়দের ধারাবাহিক কঠিন ও কঠোর অনুশীলনের মাধ্যমেই এই সফলতা এসেছে।