বিজয় হাজারে ট্রফিতে অভিযান শেষ বাংলার

প্রতিনিধিত্বমূলক চিত্র

বিজয় হাজারে ট্রফির নক-আউট পর্বে যাওয়া হলো না বাংলার। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৫ উইকেটে হারতে হল চলতি টুর্নামেন্টে অপরাজিত উত্তরপ্রদেশের কাছে। বৃহস্পতিবার রাজকোটে টস জিতে উত্তরপ্রদেশ বাংলাকে ব্যাট করতে পাঠায়। ৪৫.১ ওভারে ২৬৯ রানে সবাই আউট হয়ে যান বাংলা দলের। সুদীপ কুমার ঘরামি ৬ রানের জন্য শতরান থেকে বঞ্চিত হন। তাঁর ১০৬ বলে ৯৪ রানের ইনিংসে রয়েছে ১২টি চার ও একটি ছয়। শাহবাজ আহমেদ ৫৪ বলে ৪৩ ও আকাশ দীপ ১৬ বলে ৩৩ রান করেন।ওপেনার হিসেবে নেমে করণ লাল ১১ বলে ৫ রানের বেশি করতে পারেননি।

অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ ১১ বলে ২৮, অনুষ্টুপ মজুমদার ১০ বলে ১৩, শাকির হাবিব গান্ধী ২৬ বলে ১৭, বিশাল ভাটি ২০ বলে ১৫, মহম্মদ শামি ১১ বলে ১০ ও অঙ্কিত মিশ্র ৩ বলে ১ রান করে সাজঘরে ফেরেন। ২ রানে অপরাজিত থাকেন রোহিত। জিশান আনসারি তিনটি এবং করণ চৌধুরী ও বিপ্রাজ নিগম ২টি করে উইকেট দখল করেন। কুণাল ত্যাগী, প্রশান্ত বীর ও অধিনায়ক রিঙ্কু সিং নেন ১টি করে উইকেট।

জবাবে ৪২.২ ওভারে ৫ উইকেটে প্রয়োজনীয় রান তুলে নিয়ে জয় পায় উত্তরপ্রদেশ। ধ্রুব জুরেল ৯৬ বলে সর্বাধিক ১২৩ রান করেন। আরিয়ান জুয়াল ৫৬ রান করেন। রিঙ্কু সিং অপরাজিত থাকেন ৩৭ রানে। মহম্মদ শামি ,আকাশ দীপ , অঙ্কিত মিশ্র ও রোহিত একটি করে উইকেট পান। শাহবাজ , বিশাল ভাটি ও করণ লাল কোনও উইকেট পাননি। রনজি ট্রফিতেও নকআউট পর্যায়ে যেতে পারেনি বাংলা দল।