৬৯ তম জাতীয় স্কুল যোগাসন প্রতিযোগিতা শুরু হয়েছে সমুদ্র সৈকত দিঘাতে I স্কুল গেমস ফেডারেশন অফ ইন্ডিয়া আয়োজিত জাতীয় যোগাসন প্রতিযোগিতার অনূর্ধ্ব ১৪ বছর বালিকা বিভাগের বাংলার মেয়েদের জয় জয়কার। আটটি সোনার মধ্যে সাতটি সোনা ছিনিয়ে নেয় রাজ্য বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের যোগা দল।
ব্যক্তিগত আর্টিস্টিক যোগাসন প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গ বিদ্যালয় দলের পূর্ব মেদিনীপুর জেলার ছাত্রী ঐশানী বেরা সেরার সেরা হয়ে সবার নজর কেড়ে নেন । একক ঐতিহ্যগত ট্রেডিশনাল যোগাসন প্রতিযোগিতায় পাঁশকুড়ার ঐশানী বেরা প্রথম স্থান অর্জন করে জোড়া সোনার তুলে নিল। আর্টিস্টিক যোগাসনের দ্বৈত বিভাগে নদীয়া জেলার সোনাক্ষি বিজলী এবং ঐ জেলার পূরবী সাহা সেরা সম্মান লাভ করে l দ্বৈত রিদমিক যোগাসন প্রতিযোগিতায় শালিনী দে ও শ্রেয়া মালো সোনা জিতেছে। অনুর্ধ্ব ১৪ বছর বিভাগের আর্টিস্টিক যোগাসনের দ্বৈত বিভাগে কৌশান মন্ডল ও প্রিয়তোষ কুইতি সোনার পদক পায়।
দ্বৈত রিদমিক যোগাসন প্রতিযোগিতায় কৌশান মন্ডল ও প্রিয়তোষ কুইতি প্রথম স্থান পায়। ভারতীয় ঐতিহ্যবাহি ট্রেডিশনাল যোগা প্রতিযোগিতায় সমৃদ্ধ মুখার্জি প্রথম স্থান পেয়েছে। একক আটিস্টিক যোগাসন প্রতিযোগিতায় মহারাষ্ট্রের যাদনেশ রবীন্দ্র প্রথম স্থান লাভ করে। মহারাষ্ট্রে অনুষ্ঠিত অনুর্ধ্ব ১৭ বছর ছাত্রী বিভাগে তনয়া অরণ্যা হুতাইত একক আর্টিস্টিক যোগাসন প্রতিযোগিতায় এবং একক ট্র্যাডিশনাল যোগাসন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করে । ত্রিপুরায় অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৭ বিভাগের ব্যক্তিগত আর্টিস্টিক যোগাসন প্রতিযোগিতায় নবদ্বীপ হিন্দু হাই স্কুলের ছাত্র আয়ুষ ভৌমিক রৌপ্যপদক অর্জন করে।