সন্তোষ ট্রফি ফুটবলের মূল পর্বের গ্রুপ বিন্যাস হয়ে গেল। গতবারের চ্যাম্পিয়ন বাংলা দলের সঙ্গে একই গ্রুপে রয়েছে রানার্স আপ দল। নতুন বছরের ২১ জানুয়ারি থেকে শুরু হবে মূল পর্বের খেলা। এবারের প্রতিযোগিতা হবে অসমে। বাংলা মূল পর্বের সব ম্যাচ খেলবে ডিব্রুগড়ে।
১২টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলার সঙ্গে গ্রুপ ‘এ’-তে রয়েছে তামিলনাড়ু, উত্তরাখণ্ড, নাগাল্যান্ড, রাজস্থান এবং অসম। গ্রুপ বি-তে খেলবে কেরল, সার্ভিসেস, পাঞ্জাব, ওড়িশা, রেলওয়ে এবং মেঘালয়। গতবারের চ্যাম্পিয়ন বাংলা সন্তোষ ট্রফির মূল পর্বে সরাসরি খেলছে বাংলা। এবাদে মূলপর্বে খেলবে আয়োজক অসম। গতবারের রানার্স আপ কেরলও সরাসরি নামবে মূলপর্বে। এর আগে ২০১০-১১ সালে সন্তোষ ট্রফি আয়োজন করেছিল অসম। ঐ বছর সেরা দল হয়েছিল বাংলা।
বাংলার কোচ সঞ্জয় সেন ৬ বছর বাদে সন্তোষ ট্রফি তুলে দেন বাংলাকে। গত বছর ফাইনালে কেরলকে ০ – ১ গোলে হারিয়ে দেয় বাংলা। জয়সূচক গোলটি করেন রবি হাঁসদা। ১২টি গোল করে সবার নজর গড়েন রবি। এখন পর্যন্ত ৩৩ বার সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে। এখানে উল্লেখ করা যেতে পারে গতবারের চ্যাম্পিয়ন বাংলা দলের খেলোয়াড়দের মধ্যে মাত্র ছয় জন ফুটবলার প্রথম দফায় অনুশীলনে আসেন। চিন্তায় পড়ে গিয়ে কোচ সঞ্জয় সেন অন্যদের ডাকতে শুরু করেছেন।