লিয়েন্ডারকে সম্মান জানাল বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশন

প্রতিনিধিত্বমূলক চিত্র

কঠিন লড়াইয়ের পর সাফল্য এসেছে টেনিস খেলোয়াড় পদ্মভূষণ লিয়েন্ডার পেজের। বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশনের পরিচালনায় লিয়েন্ডার পেজকে নিয়ে বুধবার একটি অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে তিনি ভারতের সম্মানকে অনেক উঁচুতে তুলে ধরেছেন। আমি লিয়েন্ডারকে কখনওই চোট পেয়েও সেইভাবে খেলা থেকে বিশ্রাম নিতে দেখিনি। মেয়র পারিষদ দেবাশিস কুমার বলেন, লিয়েন্ডার পেজ হলেন ক্রীড়া জগতের শুধু নক্ষত্র নন একটা জাতীয়তাবাদের নাম। লিয়েন্ডারকে নিয়ে সুবোধ সরকারের কবিতা পাঠ করেন রায়া ভট্টাচার্য ও কবি নিজে।

সঞ্চালক ও ক্রীড়া সাংবাদিক গৌতম ভট্টাচার্য কথায় ও গল্পে লিয়েন্ডার পেজের জীবন কথা তুলে ধরেন। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন উষা উত্থুপ। সমগ্র অনুষ্ঠানটির আয়োজনে ছিলেন হিরন্ময় চট্টোপাধ্যায়। মঞ্চের জায়েন্ট স্ক্রিনে তুলে ধরা হয় লিয়েন্ডার পেজের বিশ্বজয়ের বিশেষ মুহূর্ত।