রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে ইডেনে উত্তরাখণ্ডের বিরুদ্ধে বাংলার দুরন্ত জয়কে হাতিয়ার করে শনিবার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ মাঠে নামছেন গুজরাতের বিরুদ্ধে। গুজরাতের সঙ্গে জোর লড়াই হবে বলে মনে করা হচ্ছে। বাংলা দলকে উজ্জীবিত করতে সিএবি-র সভাপতি সৌরভ গাঙ্গুলি খেলোয়াড়দের সঙ্গে দফায় দফায় কথা বলেছেন।
শুধু কথা বলা নয়, কোচ লক্ষ্মীরতন শুক্লাকেও বেশ কিছু টিপস দিয়েছেন, যা দলের জয়কে মসৃণ করে দেওয়া সম্ভব হবে। সেই মতোই কোচ এবং অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ নিজেদের তৈরি করতে রাজি। উত্তরাখণ্ডের বিরুদ্ধে ইতিমধ্যেই ৬ পয়েন্ট বাংলার ঘরে এসেছে সরাসরি জয়ের কারণে। গুজরাত দলকে যতই দুর্বল মনে করা হোক না কেন তারা চাইবে বাংলা দলকে চাপের মধ্যে রেখে ইডেন লড়াই করতে।
তবে প্রথম ম্যাচে অসমের কাছে তারা আটকে গিয়েছে। খেলার ফয়সালা না হওয়ায় শেষ পর্যন্ত প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে ৩ পয়েন্ট পেয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। বাংলা যদি গুজরাতকে হারিয়ে দিতে পারে, তাহলে পরবর্তী পদক্ষেপ তাদের কাছে সহজ হয়ে যাবে।
কোচ লক্ষ্মীরতন শুক্লা বাংলা দলে পরিবর্তন আনতে পারেন বলে এমনই কথা বলেছেন। সেই পরিবর্তনে হয়তো চমক থাকতে পারে। ইতিমধ্যেই দলের সঙ্গে যোগ দিয়েছেন শাহবাজ আহমেদ। চোটের কারণে বেশ কয়েকটা ম্যাচ থেকে তিনি দূরে ছিলেন। আবার ফিটনেস পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। খুব সম্ভবত গত ম্যাচে খেলা বিশাল ভাটিকে বিশ্রাম দিয়ে সেই জায়গায় অল রাউন্ডার শাহবাজকে নিয়ে আসা হবে। শাহবাজ খেললে বাংলা দল শক্তিশালী হবে।
শুধু তাই নয়, মিডল অর্ডার ব্যাটিং বেশ মজবুত হবে। গুজরাতের বিরুদ্ধে চারজন পেসার নিয়ে খেলবে বাংলা দল। মহম্মদ শামির পাশে থাকবেন আকাশদীপ, ঈশান পোড়েল ও সূরজসিন্ধু জয়সওয়াল। এই লড়াই থেকে কোচ চাইছেন ৬ পয়েন্ট তুলে নিতে। ইডেনের উইকেটে পেসাররা পর্যাপ্ত সহযোগিতা পাবেন। তাই গুজরাতের বিরুদ্ধে পিচে বাড়তি গতি ও বাউন্স থাকবে বলে মনে
করা হচ্ছে।