ফিনসুইমিংয়ে নজির বাংলার

ফিনসুইমিংয়ে ইতিহাস গড়ল বাংলার সাঁতারুরা। ম্যাঙ্গালোরের ইয়েমেকেরায় অনুষ্ঠিত পঞ্চম জাতীয় ফিনসুইমিং চ্যাম্পিয়নশিপে সেরার খেতাব জিতেছে তারা। এই নিয়ে টানা পাঁচবার চ্যাম্পিয়ন হল তারা। যার ফলে স্বাভাবিকভাবেই নজির তৈরী করেছে বাংলার সাঁতারুরা। ৫৬৮ পয়েন্ট নিয়ে পদক তালিকার শীর্ষে শেষ করেছে তারা। টুর্নামেন্টে ৬১ সোনা, ৫৯ রুপো ও ৪৫ ব্রোঞ্জ পদক-সহ মোট ১৬৫ পদক জিতেছে বাংলার সাঁতারুরা ।

বাংলার পর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কর্নাটক এবং তৃতীয় স্থানে রয়েছে উত্তরপ্রদেশ। বাংলার রণিত দাস জুনিয়র ‘সি’ বিভাগে চারটি স্বর্ণপদক জিতেছেন। অন্যদিকে, সম্প্রিয়া কুণ্ডু জুনিয়র ‘সি’ মহিলা বিভাগে চারটি স্বর্ণপদক জিতেছেন।

পাশাপাশি, আহেলি সাহা সিনিয়র ‘এ’ মহিলা বিভাগে চারটি সোনা জিতেছেন। এছাড়াও, মাস্টার্স বিভাগে ঋতু ব্যানার্জি মাস্টার ‘ভি’-তে চারটি স্বর্ণপদক এনে দিয়েছেন বাংলার ঝুলিতে।