রঞ্জি ট্রফির ম্যাচে অসমের বিরুদ্ধে বাংলাকে চালকের আসনে রাখলেন পেসাররা। কল্যাণীতে টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ।
প্রথম দিনের শেষে ৭৭ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯৪ রান তুলেছে অসম। সব কটি উইকেটই গিয়েছে বাংলার চার পেসারের ঝুলিতে।
প্রদ্যুন সাইকিয়া ৩৮, ঋষভ দাস ২, স্বরূপম পুরকায়স্থ ৬২, ডেনিশ দাস ৩, শিবশংকর রায় ৯, ঋতুরাজ বিশ্বাস ০, আকাশ সেনগুপ্ত ৬, আবদুল আজিজ কুরেশি ১১ রান করে আউট হন। অধিনায়ক সুমিত গাঢিগাঁওকর ৪৮ ও মুখতার হোসেন ৮ রানে অপরাজিত আছেন।
৮ রানে প্রথম, ৬১ রানে দ্বিতীয় ও ৬৫ রানে তৃতীয় উইকেট হারিয়েছিল অসম। এরপর চতুর্থ উইকেট পড়ে ১৩৩ রানে। সেখান থেকে স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ১৭৭ রানে। বাংলা চাইছে কাল সকালে দ্রুত অসমের বাকি ২টি উইকেট তুলে নিয়ে বড় স্কোর খাড়া করতে।
মহম্মদ শামি এদিন ২২ ওভার বল করেন, চারটি মেডেন, ৬২ রান খরচ করে তিনি নেন ২টি উইকেট। সুরজ সিন্ধু জয়সওয়াল সাতটি মেডেন-সহ ১৮ ওভারে ২০ রান দিয়ে তিনটি উইকেট তুলে নিয়েছেন। মহম্মদ কাইফ ২টি মেডেন-সহ ১১ ওভারে ৩০ রানের বিনিময়ে নেন ২ উইকেট। ঈশান পোড়েলের ১৪ ওভারের তিনটি মেডেন, ৩৯ রান খরচ করে তিনি একটি উইকেট নেন। শাহবাজ আহমেদ ১টি মেডেন-সহ ১০ ওভারে ২৬ ও রাহুল প্রসাদ ১টি মেডেন-সহ ২ ওভারে ১১ রান দিয়েছেন, তবে উইকেট পাননি।