রঞ্জি ট্রফি ক্রিকেটে পর পর দুটি ম্যাচে বাংলা ৬ পয়েন্ট তুলে নিয়ে তৃতীয় ম্যাচে ত্রিপুরার বিরুদ্ধে শনিবার খেলতে নামে। তবে এই ম্যাচে অভিমন্যু ঈশ্বরণ, আকাশদীপ ও সুদীপ চট্টোপাধ্যায় খেলছেন না। এই তিন নামী ক্রিকেটারদের ছাড়াই মাঠে নেমে বাংলার খেলোয়াড়রা প্রথম দিনেই দাপট দেখিয়েছে। সুদীপ ঘরামী ও হাবিব গান্ধী অর্ধ শতরান উপহার দিয়েছেন। অবশ্য ত্রিপুরার অধিনায়ক টসে জিতে বাংলাকে প্রথমে ব্যাট করতে আহ্বান করেন।
বাংলার শুরুটা খুব একটা ভালো হয়নি। ওপেনার কাজি জুনেইদ সইফি তাড়াতাড়ি আউট হয়ে প্যাভেলিয়নে ফেরত যান। তাঁর ব্যাট থেকে মাত্র ৪ রান আসে। তারপরেই দ্বিতীয় উইকেট জুটিতে সুদীপ ঘরামী ও হাবিব গান্ধী শক্ত হাতে ব্যাট করতে থাকেন। দিনের শেষে এই জুটি ১৬৭ রান করেছেন। বাংলা দুই অপরাজিত ব্যাটসম্যান সুদীপ ঘরামী ৭০ ও হাবিব গান্ধী ৮২ রান করেছেন।
দিনের শেষে বাংলার স্কোরবোর্ডে ১ উইকেটে ১৭১ রান। সোমবার সকালে উইকেট কেমন থাকে তার উপরেই নির্ভর করছে বাংলা দলের বড় রানের অঙ্ক। সুদীপ ও হাবিব দুজেনেই যদি শতরান করতে পারেন তাহলে বেশ কিছুটা এগিয়ে থাকবে ত্রিপুরার থেকে বাংলা।