জাতীয় হ্যান্ডবলে নজির বাংলার। শনিবার ফাইনালে চণ্ডীগড়কে হারিয়ে ৫৪তম জাতীয় হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ খেতাব জিতলো বাংলা। চুঁচুড়া নেতাজি সুভাষ স্পোর্টস এরিনায় আয়োজিত এই টুর্নামেন্টে ছত্তিশগড়কে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলা। আর ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই শেষে প্রথমবার এই খেতাব জিতল তারা। খেলার শুরু থেকে চোখে পড়ার মতো লড়াই করতে থাকে দুই দল। প্রথমার্ধের শেষে খেলার ফলাফল ছিল ১৬-১৬।
তবে, দ্বিতীয়ার্ধের শুরু থেকেই প্রতিপক্ষের উপর পাল্টা চাপ বাড়াতে থাকে বাংলা দল। বিরতির পর প্রথম চার মিনিটের মধ্যেই পর পর চার গোল দিয়ে দেয় তারা। একটা সময় যখন মনে হচ্ছিল সহজেই ম্যাচটা জিতে যাবে বাংলা, তখনই ফের চাপ বাড়াতে থাকে চণ্ডীগড়। তবে, বাংলা দলের লড়াইয়ের সামনে শেষপর্যন্ত হার মানতে হয় তাদের। খেলা শেষে ফলাফল দাঁড়ায় ৩৭-৩৩। ম্যাচ শেষে বিজয়ী বাংলা দলের হাতে পুরস্কার তুলে দেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।