চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ খেতাব জিতল বার্সেলোনা। রবিবার রুদ্ধশ্বাস লড়াইয়ে ৩-২ ব্যবধানে রিয়ালকে হারিয়ে দিলেন রাফিনহারা। খেলা শুরুর প্রথমদিকে কিছুটা সাবধানী ফুটবল খেলতে থাকে দুই দল। তবে, ৩০ মিনিটের পর থেকে খোলস ছেড়ে বেড়াতে থাকে তারা। এইসময়, আক্রমণের চাপ বাড়াতে শুরু করে বার্সেলোনা। তাদের আক্রমণের চাপে ছন্নছাড়া হয়ে যায় রিয়ালের ডিফেন্স। এমবাপেরা প্রতি আক্রমণে উঠলেও তাদের মধ্যে কিছুটা গা ছাড়া মনোভাব দেখা যাচ্ছিলো। সেই সুযোগ কাজে লাগিয়ে ৩৬ মিনিট নাগাদ বার্সেলোনাকে এগিয়ে দেন রাফিনহা।
যদিও, মিনিট খানেক আগেই প্রথম গোলটি পেতে পারতেন তিনি। বাঁ দিক থেকে প্রতিপক্ষের বক্সে ঢুকে গিয়েও গোল করতে ব্যর্থ হন ব্রাজিলিয়ান এই তারকা। এরপর প্রথমার্ধের সংযুক্তি সময়ে তিন গোলের থ্রিলার দেখল স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা। ৪৫+২ মিনিটে প্রতিপক্ষ বক্সে ঢুকে দুই ডিফেন্ডারকে কাটিয়ে দুরন্ত গোলে রিয়ালের হয়ে সমতা ফেরান ভিনিসিয়াস জুনিয়র। ২ মিনিটের মধ্যেই পেদ্রির পাস থেকে বার্সেলোনার দ্বিতীয় গোলটি করেন রবার্ট লেয়ানডস্কি। কিন্তু, নাটকের তখনও অনেকটাই বাকি ছিল। খেলার (৪৫+৬) মিনিটে ফের একবার রিয়ালকে সমতায় ফেরান গঞ্জালো গার্সিয়া।
বিরতির পরে আবারও ‘সাবধানী ফুটবল’ খেলতে থাকে দুই দল। খেলার এই অর্ধে ৭১ মিনিট নাগাদ লামিনে ইয়ামালের দূরপাল্লার শট বাঁচিয়ে দেন রিয়াল গোলরক্ষক কুর্তোয়া। এর দু’মিনিটের মধ্যেই বার্সেলোনার হয়ে ব্যবধান ৩-২ করে যান সেই রাহিনহা। ম্যাচের শেষলগ্নে ফের উত্তেজনা তৈরি হয়। এইসময় গোল শোধের জন্য মরিয়া হয়ে ওঠেন রিয়াল খেলোয়াড়রা। তাদের আটকাতে ৯১ মিনিটে বার্সেলোনার মিডফিল্ডার ফ্রেঙ্কি ডে জং ফাউল করে বসেন এমবাপেকে। রেফারি সঙ্গে সঙ্গে তাঁকে লাল কার্ড দেখান। তবে, শেষ কয়েক মিনিট ১০ জনের বার্সেলোনার বিরুদ্ধেও আর গোল পরিশোধ করতে পারেননি এমবাপেরা।
৩-২ ব্যবধানে জিতে সুপার কাপ খেতাব ঘরে তুললো বার্সা। এই প্রসঙ্গে বলা যায়, হ্যান্সি ফ্লিকের জমানায় চতুর্থ ট্রফি জিতল তারা। এরফলে, কোচ হিসেবে আটটি ফাইনালের সব ক’টিতেই জয় পেলেন তিনি। পাশাপাশি টানা দ্বিতীয়বার ফাইনালে রিয়ালকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জিতল বার্সেলোনা। এদিকে, ম্যাচ শেষে এমবাপের আচরণে বিতর্ক তৈরী হল। চ্যাম্পিয়ন বার্সেলোনার ফুটবলাদের গার্ড অফ অনার দেওয়ার জন্য লাইন করে দাঁড়ানোর প্রস্ততি নিচ্ছিলেন রানার্স রিয়ালের ফুটবলারেরা।
কিন্তু ক্ষুব্ধ এমবাপে সতীর্থদের টেনে সরিয়ে নিয়ে যান।অন্যদিকে, এফএ কাপ থেকে বিদায় নিলো ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ঘরের মাঠে ব্রাইটনের কাছে হেরে গেল ড্যারেন ফ্লেচারের দল। ম্যান ইউ’য়ের হারের দিনে অবশ্য বড় ব্যবধানে জয় পেল আর্সেনাল। দলের হয়ে হ্যাটট্রিক করলেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। এদিন বড় ব্যবধানে জয় পেয়েছে চেলসিও।