এশিয়া কাপ হকিতে পাকিস্তান যদি খেলতে না চায়, সেক্ষেত্রে বাংলাদেশ খেলতে পারে। এমনই ভাবনা স্পষ্ট হতে চলেছে। ভারত ও পাকিস্তানের মধ্যে যে দ্বন্দ্ব রয়েছে, তার প্রভাব পড়তে চলেছে হকির মাঠে। আগামী ২৯ আগস্ট থেকে বিহারের রাজগিরে এশিয়া কাপ হকি প্রতিযোগিতার আসর বসতে চলেছে। এই প্রতিযোগিতায় ভারত ছাড়া খেলবে চিন, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ওমান, চাইনিজ তাইপে ও পাকিস্তান। কিন্তু পাকিস্তান কোনওভাবেই ভারতে খেলতে রাজি নয়। তাই এশিয়ান হকি ফেডারেশনকে তারা তাদের জানিয়ে দিয়ে বলেছেন, কোনওভাবেই তাদের পক্ষে ভারতের মাটিতে খেলার জায়গা নেই।
পাকিস্তান এই সিদ্ধান্তে অটল থাকলে হয়তো সেক্ষেত্রে বাংলাদেশকে এই টুর্নামেন্টে খেলার জন্য ডাকা হতে পারে। ইতিমধ্যেই ভারত সরকার জানিয়ে দিয়েছে, তাদের পক্ষে পাকিস্তান দলকে ভিসা দিতে কোনও অসুবিধা নেই। এমনকি ৪৮ ঘণ্টার মধ্যে আবেদন করার পরে ভিসা দিয়ে দেওয়া হবে। তাও যদি পাকিস্তান খেলতে না চায়, তাহলে ভারতের কোনও কিছু করার নেই। বিশেষ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবারের মধ্যেই পাকিস্তান তাদের চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়ে দেবে।
তবে, সাতটি দেশ অংশ নেবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। সেক্ষেত্রে পাকিস্তান না খেললে বাংলাদেশকে ডেকে নেওয়া হবে অংশ নেওয়ার জন্য। এএইচএফ কাপের ফাইনালে উঠতে না পারায় সরাসরি এশিয়া কাপে যোগ্যতা অর্জন করতে পারেনি বাংলাদেশ। এই প্রতিযোগিতায় তৃতীয় দল হিসেবে তারা সুযোগ পেতে চলেছে।