বিরাটের ব্যাটে ভর দিয়ে বিরাট জয় পেল বেঙ্গালুরু

প্রতিনিধিত্বমূলক চিত্র

একেই বলে প্রতিশোধের লড়াই। এইতো কয়েকদিন আগে শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস হারিয়ে দিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলকে। তাই রবিবার আইপিএল ক্রিকেটে ফিরতি চ্যালেঞ্জ ম্যাচে মুখোমুখি হয়েছিল শ্রেয়সের পাঞ্জাব এবং বিরাট কোহলির বেঙ্গালুরু দল। স্বাভাবিকভাবে এই ম্যাচটার দিকে সবাই নজর ছিল। শ্রেয়সরা কী ঘরের মাঠে ম্যাচ জিততে পারবে কী? আবার বিরাটদের কাছে চ্যালেঞ্জ ছিল এবারের লড়াইয়ে কী প্রতিশোধ নিতে পারবে! শেষ পর্যন্ত বাজিমাত করল কোহলিদের বেঙ্গালুরু। অবশেষে প্রতিশোধের ম্যাচে বেঙ্গালুরু ৭ উইকটে পাঞ্জাবকে হারিয়ে বাজিমাত করল।

টসে জিতে বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাটিদার ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। পাঞ্জাব ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৭ রান করে। পাঞ্জাব দলের হয়ে প্রভসিমরন সিং ৩৩ রান করেন। এবাদে শশাঙ্ক সিং ৩১ এবং জসইংলিশ ২৯ রান করেছেন। বেঙ্গালুরুর হয়ে সূয়শ শর্মা ও ক্রুনাল পাণ্ডিয়া ২ টো করে উইকেট পান। পাঞ্জাবকে ডুবিয়ে দিয়েছে মিডল অর্ডার ব্যাটসম্যানরা। শেষ মুহূর্তে মার্কো ইয়ান সেরন ২৫ রান করে লড়াইতে টিকে থাকার চেষ্টা করে পাঞ্জাব।
কিন্তু পাঞ্জাবের ১৫৭ রান তাড়া করতে নেমে প্রথম দিকে বড় ধাক্কা খায় বেঙ্গালুরু। আর্শদীপ সিং-য়ের বলে ফিল সল্টের ব্যাটে লাগা বল প্রভসিমরনের হাতে জমা পড়ে। মাত্র ১ রান করে ফিলসল্ট প্যাভেলিয়নে ফেরত যান। তবে বিরাট কোহিল শুরু থেকে স্কোরবোর্ডকে সচল রাখতে সক্রিয় ভূমিকা নেন।

অন্যপ্রান্তে দেবদত্ত পাডিক্কল বেশ দক্ষতার সঙ্গে ব্যাট করতে থাকেন। দেবদত্ত এখন বেশ ছন্দে ফিরে এসেছেন। কর্ণাটকের দেবদত্ত মাত্র ৩৫ বলে ৬১ রান করে সবার নজর কেড়ে নেন। তিনি ৫টি চার ও ১ ছক্কা মারেন। চলতি মরশুমে দেবদত্তের চতুর্থ অর্ধশতরান হল। ১৩তম ওভারে দেবদত্ত আউট হয়ে যাবার পরে অভিজ্ঞ ক্রিকেটার বিরাট কোহলি দক্ষতা প্রকাশ করে দলকে এগিয়ে নিয়ে যান। শেষ পর্যন্ত বিরাট কোহলি ৫৪ বলে ৭৩ রান করে অপরাজিত থাকেন। বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাটিদার ১৩ বলে ১২ রান করেছেন। ৮ বলে ১১ রান করে বেঙ্গালুরু দলের জয়ের পথকে সহজ করে দেন। শেষ পর্যন্ত ১৮.৫ ওভারে বেঙ্গালুরু দল জয়ের প্রয়োজনীয় রান তুলে নিয়ে ৭ উইকেটে জয়লাভ করে। ইে জয়ের ফলে একলাফে বেঙ্গালুরু দল লিগ টেবলে তৃতীয় স্থানে চলে এল।