আজ ভারতের বিরুদ্ধে কঠিন পরীক্ষা অস্ট্রেলিয়ার

প্রতিনিধিত্বমূলক চিত্র

ভারতের আত্মবিশ্বাসী ক্রিকেটারদের সামনে বড় চ্যালেঞ্জ টি-টোয়েন্টি ক্রিকেটে পঞ্চম ম্যাচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ইতিমধ্যেই ভারত ২-১ ম্যাচে এগিয়ে রয়েছে। সেই কারণেই অধিনায়ক সূর্যকুমার যাদবরা এই ম্যাচ জিতে ৩-১ ব্যবধানে সিরিজ জিতে চান। আবার অস্ট্রেলিয়া দল চেষ্টা করবে, এই ম্যাচটা জিতে সিরিজ ড্র করতে। সেই কারণেই হাড্ডাহাড্ডি ম্যাচ হতে পারে বলে মনে করা হচ্ছে। আবার এটাও ঠিক, কোচ গৌতম গম্ভীর পরীক্ষা-নিরীক্ষা করার জন্য এই ম্যাচে কিছু অদলবদল করতে পারেন। এক্ষেত্রে সঞ্জু স্যামসন জায়গা করে নিতে পারেন। চতুর্থ ম্যাচ ভারতকে জিতিয়ে দিয়েছিলেন স্পিনাররা। তবে মিডল অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে একটু চিন্তার বিষয় রয়েছে। যার ফলে এই ম্যাচে সঞ্জু স্যামসনকে আনার কথা ভাবা হয়েছে। দ্বিতীয় ম্যাচে তিনি খেললেও পরবর্তী ম্যাচে তাঁকে খেলানো হয়নি।

এদিকে ১৪ নভেম্বর থেকে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার সঙ্গে টেস্ট সিরিজ খেলবে ভারত। সেই কারণেই তরুণ ক্রিকেটারদের নিয়ে ভারতীয় দল যখন মাঠে নামবে, তখন তাদের কী ভূমিকা হবে, সেই প্রস্তুতিতে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচটা বিশেষ গুরুত্ব পাচ্ছে। আগেই জানানো হয়েছিল, বোলার যশপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়া হবে। মানসিকভাবে তিনি খেলতে প্রস্তুত থাকলেও বেশ পরিশ্রম হয়ে যাচ্ছে যশপ্রীতের। সেই কারণে সেই কারণে কোচ তাঁকে বিশ্রাম দেওয়ার কথা ভেবেছেন। এখন সেই জায়গায় খেলতে পারেন হর্ষিত রানা। আবার এমনও হতে পারে, ওয়াশিংটন সুন্দর ও শিবম দুবেকে এই ম্যাচে না খেলিয়ে সেই জায়গায় নীতীশকুমার রেড্ডি ও রিঙ্কু সিংকে খেলাতে চান কোচ।

আবহাওয়া অফিস থেকে জানানো হয়্ছে, শনিবার ব্রিসবেনে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যায়, তাহলে ভারত সিরিজ পকেটে তুলে নেবে। আবার বলা হয়েছে, বিকেলের দিকে হালকা বৃষ্টি হবে। হয়তো খেলা বিঘ্নিত হলেও আম্পায়াররা অবস্থা বুঝে খেলার নির্দিষ্ট ওভার কমিয়ে দিতে পারেন। অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ মনে করেন, ভারতের বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার জন্য তৈরি রয়েছেন তাঁরা। কোনওভাবেই হালকা চালে খেলার কোনও জায়গা নেই। এটা মনে রাখতে হবে ব্রিসবেনের উইকেট সবসময় ব্যাটিং সহায়ক। যদি ঝিরঝিরে বৃষ্টি হয়, তাহলে বোলাররা বাড়তি সুযোগ
পেয়ে যাবেন।