ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ পকেটে তুলল অস্ট্রেলিয়া

জয়ের মুহূর্তে অস্ট্রেলিয়ার ক্রিকেট দল।

সিরিজ নিজেদের দখলেই রেখে দিল অস্ট্রেলিয়া। তৃতীয় টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়া ৮২ রানে হারিয়ে দিল ইংল্যান্ডকে। পরপর তিনটি টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়া জয় তুলে নিয়ে তাদের প্রাধান্য প্রকাশ করল। টসে জিতে প্রথমে ব্যাট করতে সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। শারীরিক অসুস্থতার কারণে স্টিভ স্মিথ খেলেননি। সেই জায়গায় দলে সংযোজন হন ওসমান খাওয়াজা। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৩৭৯ রান তোলে। অ্যালেক্স ক্যারির দুরন্ত শতরান এবং ওসমান খাওয়াজা আর স্টার্কের অর্ধশতরানের সুবাদে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে বড় রানের স্কোরবোর্ড উপহার দেয়। তার জবাবে ইংল্যান্ড খেলতে নেমে প্রথম ইনিংসে ২৮৬ রানে সবাই আউট হয়ে যান। ৮৫ রানে পিছিয়ে পড়তে হয় বেন স্টোকসদের। অবশ্য বেন স্টোকস ৮৩ রানের ইনিংস খেলেন। হ্যারি ব্রুকের ব্যাট থেকে আসে ৪৫ রান। বেন ডাকেট করেন ২৯ রান। লোয়ার অর্ডার ব্যাটসম্যান হিসেবে জোফ্রা আর্চার মাঠে নেমে অনবদ্য ৫০ রানের ইনিংস খেলেন। জেমি স্মিথ ২২ রানে আউট হন।

দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে অস্ট্রেলিয়া ৩৪৯ রান করে। ওপেনার ট্রাভিস হেড দুরন্ত শতরান করার কৃতিত্ব দেখান। হেড একাই ১৭০ রান উপহার দেন স্কোরবোর্ডে। ওসমান খাওয়াজা ৪০ রানে আউট হন। দ্বিতীয় ইনিংসেও অ্যালেক্স ক্যারি ৭২ রান করে সবার নজর কেড়ে নেন। পরপর দুটো ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করার সুবাদে অ্যালেক্স ক্যারি ম্যাচের সেরা ক্রিকেটারের সম্মান পান।

এদিকে ট্র্যাভিস হেড বিশ্বরেকর্ড গড়ে শিরোনামে উঠে এলেন। ট্র্যাভিস ঘরের মাঠে প্রতিটি টেস্ট ম্যাচে শতরান করার মধ্যে দিয়ে অবিশ্বাস্য নজির গড়লেন। দ্বিতীয় ইনিংসে ১৪৬ বলে শতরান পূর্ণ করেন। এই নিয়ে তিনি ১১বার টেস্ট ক্রিকেটে শতরান করলেন। শতরান করার পরেই উইকেটে ট্র্যাভিস হেড চুম্বনে ভরিয়ে দিলেন। অস্ট্রেলিয়ার মাটিতে টানা চারটি টেস্ট ম্যাচে শতরান করার কৃতিত্বে ট্র্যাভিস হেড চতুর্থ ব্যাটসম্যান গৌরব অর্জন করলেন। ব্যক্তিগত ৯৯ রানে জীবন পেয়ে ট্র্যাভিস হেড ১৯৬৩ বলে ১৪২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। অস্ট্রেলিয়ার বোলার কামিন্স, নাথাল লায়ন ও স্টার্ক তিনটি করে উইকেট পান। এখনও দু’টি টেস্ট ম্যাচ বাকি রয়েছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের।