আগামী ২৭ নভেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে ডাব্লিউপিএলের মহানিলাম। তার আগে বৃহস্পতিবারের মধ্যে প্রতিটা ফ্র্যাঞ্চাইজিদের জানাতে হত আগামী বছরের ডাব্লিউপিএলের জন্য কোন কোন ক্রিকেটারকে ধরে রাখতে চায় তারা। প্রায় প্রতিটা ফ্র্যাঞ্চাইজিই বেশকিছু চমক রেখেই সেই তালিকা প্রকাশ করল।
গত তিন মরসুমের মধ্যে দু’বার চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই। আগামী বছরের জন্য তারা মোট পাঁচজন ক্রিকেটার ধরে রেখেছেন। অধিনায়ক হরমনপ্রীত কৌর ছাড়াও ন্যাট শিভার-ব্রান্টকে ধরে রেখেছে মুম্বই ফ্রাঞ্চাইজি। গত মরসুমে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন ন্যাট । তিন মরসুম মিলিয়ে ১০৭২ রান করে ডাব্লিউপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। পাশাপাশি, ৩৫ উইকেট নিয়ে সেই তালিকায় রয়েছেন পঞ্চম স্থানে রয়েছেন ইংল্যান্ডের এই ক্রিকেটার।
এদিকে, সদ্য সমাপ্ত বিশ্বকাপে ব্যাট হাতে ২১৫ রান করার পাশাপাশি বল হাতে ২২ উইকেট নিয়ে বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন অলরাউন্ডার দীপ্তি শর্মা। কিন্তু, ডাব্লিউপিএলের মঞ্চে তাঁর দল ইউপি ওয়ারিয়র্সকে বিশেষ সাফল্য দিতে না পারায় দীপ্তিকে ছেড়ে দিল তারা। তবে, শুধু দীপ্তিকেই নয়, একমাত্র শ্বেতা সেহরাবত ছাড়া নতুন মরসুমের জন্য আর কোনও ক্রিকেটারকেই দলে রাখেনি উত্তরপ্রদেশের এই ফ্র্যাঞ্চাইজিটি।
অন্যদিকে, টানা তিনবার দিল্লিকে নেতৃত্ব দিয়ে ফাইনালে তোলা অস্ট্রেলিয়ার জাতীয় দলের ক্রিকেটার মেগ ল্যানিংকে ছেড়ে দিয়েছে এই ফ্র্যাঞ্চাইজিটি । এমনকি, দলে রাখেননি দুই তারকা ক্রিকেটার অ্যালিসা হিলি এবং অ্যামেলিয়া কেরকেও ।
তবে, স্মৃতি মান্ধানাকে ধরে রেখেছে তাঁর দল বেঙ্গালুরু। এমনকি, ভারতীয় এই ওপেনারের টাকাও বাড়ানো হয়েছে। প্রায় ১০ লক্ষ টাকা বাড়িয়ে তাঁকে ৩.৫ কোটি টাকায় দলে রেখে দিয়েছে বেঙ্গালুরু।