রাজগীরে পুরুষদের এশিয়া কাপ হকির গ্রুপ লিগের গুরুত্বহীন শেষ ম্যাচে ভারত গোলের মালা পরিয়ে দিল কাজাকাস্তানকে। খেলার শুরু থেকেই ভারতের দাপট দেখতে পাওয়া যায়। দ্বিতীয় কোয়ার্টারের শেষে কাজাকাস্তানের বিরুদ্ধে ৭-০ গোলে এগিয়ে যায় ভারত। অভিষেক হ্যাটট্রিক করার কৃতিত্ব দেখান। অন্য গোলগুলি করেছেন যুবরাজ সিং, সুখজিৎ সিং ও হরমনপ্রীত সিং একটি করে। আর একটি গোল করেন অমিত রহিন দাস।
তৃতীয় কোয়ার্টারে যুবরাজ সিং গোল করে ভারতকে এগিয়ে রাখে ৮-০ গোলে। তৃতীয় কোয়ার্টারে ভারত ১০-০ গোলে এগিয়ে যায়। এই গ্রুপে ভারত শীর্ষস্থানে পৌঁছায়। চতুর্থ কোয়ার্টার শেষে ভারত ১৫-০ গোলে জয় পেয়েছে। দিনের অন্য ম্যাচে দক্ষিণ কোরিয়া ৫-১ গোলে বাংলাদেশকে এবং মালয়েশিয়া ১৫-০ গোলে চিনা তাইপেকে হারায়। জাপান এবং চিনের ম্যাচটা ২-২ গোলে অমীমাংসিত ভাবে শেষ হয়।