ভারতের তরুণ ক্রিকেটার বিহারের বৈভব সূর্যবংশী এখন তারকা। বৈভব মাঠে নামলেই ব্যাটের ঝড় দেখতে পাওয়া যায়। তার ব্যাট থেকে শতরানের ফুলঝুরিতে গ্যালারি উত্তাল হয়ে ওঠে। তাই এখন সবার মুখে মুখে একটা নাম বৈভব। ভারতের ৫ থেকে ১৮ বছর বয়সীদের সর্বোচ্চ সম্মান জানানো হয় ‘প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার’ দিয়ে। শুক্রবার বৈভবের সাফল্যের মুকুটে আরও একটি পালক যুক্ত হল। বৈভব এই সম্মান পেল এবং ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই সম্মানের স্মারক তুলে নিল। স্বাভাবিকভাবে তরুণ ক্রিকেটারদের বৈভবের এই সম্মান অবশ্যই অনুপ্রাণিত করবে।
শুক্রবার বিহারের হয়ে বিজয় হাজারে ট্রফিতে মণিপুরের বিরুদ্ধে খেলতে পারল না সে। এই সম্মান গ্রহণ করার জন্য রাষ্ট্রপতি ভবনে গিয়েছিল। এদিকে আসন্ন অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে অংশ নেওয়ার জন্য ভারতীয় দলের হয়ে সে অংশ নিতে চলেছে। আগামী ১৫ জানুয়ারি থেকে জিম্বাবোয়েতে এই প্রতিযোগিতা শুরু হবে। ভারতীয় দলে বৈভব অন্যতম সেরা ক্রিকেটার। সেই কারণে বিজয় হাজারের পরের ম্যাচগুলিতে তার পক্ষে খেলা সম্ভব হবে না। প্রস্তুতি শিবিরে তাকে চলে যেতে হবে।
এখানে উল্লেখ করা যেতে পারে, প্রথম ভারতীয় অনুর্ধ্ব ১৯ দলে নজর কেড়েছিল বৈভব। আইপিএল ক্রিকেটে ১৩ বছর বয়সী বৈভবের নিলামে তার দাম ওঠে কোটি টাকার ওপরে। রাজস্থান রয়্যালসের হয়ে খেলতে নেমে প্রথম শতরান করে নজর কেড়েছিল সে। এমনকি ভারতের অনুর্ধ্ব ১৯ দলের হয়ে যুব টেস্ট ও একদিনের ম্যাচেও বৈভবের ব্যাট থেকে এসেছে শতরান। সম্প্রতি এমার্জিং এশিয়া কাপ ও অনুর্ধ্ব ৪৯ এশিয়া কাপেও শতরান করেছিল বৈভব। আর বিজয় হাজারে ট্রফিতে তার আক্রমণাত্মক ব্যাট সবাইকে মোহিত করেছে।