ভারতীয় ক্রিকেট দলের নতুন অধিনায়ক শুভমন গিল ইংল্যান্ড সফরে সবার নজর কেড়ে নিয়েছেন। অধিনায়ক হিসেবে অভিষেকেই তিনি যেভাবে ভারতীয় দলকে দারুণ জায়গায় পৌঁছে দিয়েছেন, তা অবশ্যই অবিশ্বাস্য। বিশেষ করে পঞ্চম টেস্ট ম্যাচে ওভালের মাঠে ভারতের জয় নিয়ে কোনওরকম ব্যাখ্যা হবে না। আসলে শুভমনের বুদ্ধিমত্তা এবং সতীর্থ খেলোয়াড়দের বাজিমাৎ করার ইচ্ছায় দুরন্ত জয় উঠে এসেছে। যার ফলে ইংল্যান্ড ঘরের মাঠে সিরিজ যেমন জিততে পারেনি, তেমনই আবার ভারতের সিরিজ হাতছাড়া হয়নি। সিরিজ অমীমাংসিতভাবে শেষ হয়। অধিনায়ক শুভমনের পারফরম্যান্স দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার উইয়ান মুন্ডারের সঙ্গে তুলনা করা হচ্ছে। আসলে ইংল্যান্ডের বিরুদ্ধে যেভাবে ভারত লড়াই করেছে, তার জন্য কুর্নিশ।
ভারতীয় দল কোনও সময়ের জন্যই পিছিয়ে থাকেনি। দুটো টেস্ট ম্যাচে হার স্বীকার করলেও, ভারত কখনওই সম্মুখ সমর থেকে পিছিয়ে থাকেনি। বিশেষ করে অধিনায়ক শুভমন গিল ভয় পাননি। জুলাই মাসে আইসিসি পুরুষদের ক্রিকেটে সেরা খেলোয়াড় নির্বাচিত হন শুভমন গিল। ২৫ বছর বয়সী এই ক্রিকেটার তিনটি টেস্টে ৫৬৭ রান করেন। পারফরম্যান্সের ভিত্তিতে ছ’টি ইনিংসে একটি দ্বিশতরান ও দু’টি শতরান রয়েছে। সেই কারণেই তরুণ ক্রিকেটার হিসেবে এই সম্মান অবশ্যই শুভমনকে এগিয়ে রাখবে। শুধু জুলাই মাসেই তাঁর পারফরম্যান্স ভালো ছিল, তা নয়। এজবাস্টনে ভারতের ঐতিহাসিক জয় শুভমনদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে আগামী খেলাগুলির জন্য। একই টেস্টে দ্বিশতরান ও শতরান করার সুবাদে শুভমন গিল রেকর্ডকে নিজের নাম লিখিয়ে ফেলেছেন। অর্থাৎ শুভমনের কৃতিত্বের মুকুটে আরও একটি পালক সংযোজন হল।
এদিকে ভারতের অধিনায়ক শুভমন গিল উত্তরাঞ্চল দলকে নেতৃত্ব দেবেন জেনে প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকার প্রশংসা করেছেন। সাধারণত পাঁচটি টেস্ট ম্যাচ বিদেশের মাটিতে খেলে এসে ঘরোয়া ক্রিকেটে খেলার ইচ্ছা প্রকাশ করেন না ক্রিকেটাররা। কিন্তু শুভমন খেলার মধ্যে থাকার জন্য ঘরোয়া ক্রিকেটে খেলার কথা ইচ্ছা প্রকাশ করেছেন। এটাই হলো একজন ক্রিকেটার হিসেবে খেলোয়াড়িচিত মনোভাব। গাভাসকার বলেন, শুভমনের এই সিদ্ধান্তকে কুর্নিশ জানাতে হবে।