রিয়াল মাদ্রিদকে ১-০ গোলে এগিয়ে রাখলেন এন্ড্রিক

ফাইল চিত্র

বুধবার রাতের কোপা দেল রে-র প্রথম লেগের সেমিফাইনালে ১৮ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরওয়ার্ড এন্ড্রিক ১-০ গোলে এগিয়ে রাখলেন তার দল রিয়াল মাদ্রিদকে, রিয়েল সোসিয়েদাদের বিরুদ্ধে। খেলাটি হয় রিয়েল সোসিয়েদাদের ঘরের মাঠে। ইংলিশমান জুড বেলিংহ্যাম লং পাস দিয়ে বলটি এন্ড্রিকের পায়ে বাড়ান, এবং তার সাহায্যে এন্ড্রিক গোলটি করতে সক্ষম হন। ফরাসি তারকা কিলিয়ান এম্বাপ্পের জায়গায় এন্ড্রিককে খেলান রিয়াল কোচ কার্লো আনচেলোত্তি। দাঁতের অপারেশনের কারণে মাদ্রিদ এম্বাপ্পে ছাড়াই খেলতে নামে এইদিন, এবং মঙ্গলবারের অনুশীলনেও এম্বাপ্পেকে দেখা যায়নি।

খেলার পর কোচ আনচেলোত্তি বলেন, ‘এন্ড্রিক আমাদের অনেক সাহায্য করেছে। তার গোলটি দুর্দান্ত ছিল। গোটা ম্যাচে সে সমানভাবে রক্ষণভাগে এবং আক্রমণে ভালো কাজ করেছে।’ এন্ড্রিকের ওয়ার্ক রেট নিয়ে খুশি আনচেলোত্তি। তিনি আরো বলেন, ‘দল ভালো খেলেছে।’
নিয়মিত স্টার্টার ফেদেরিকো ভালভার্দে, এবং গোলকিপার থিবাউ কোর্তোয়াকে বিশ্রাম দিয়েছিলেন আনচেলোত্তি এই খেলায়। ভালভার্দের পরিবর্তে এইদিন রিয়াল মাদ্রিদের অধিনায়ক ছিলেন ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র। এই খেলায় ভিনিসিয়াস প্রথমবারের জন্য রিয়াল মাদ্রিদের হয়ে ক্যাপ্টেনের আর্মব্যান্ডটা পরেন, এবং তার দলকে জয় উপহার দেন।

মাদ্রিদ শেষবার কোপার শিরোপা যেতে ২০২৩ সালে। গত মরসুমে মাদ্রিদকে বিদায় নিতে হয়েছিল এটলেটিকোর কাছে হেরে রাউন্ড অফ ১৬-এ। অপরদিকে রিয়েল সোসিয়েদাদ শেষ চারের জায়গা সংরক্ষণ করতে বিফল হয়েছে বিগত ৫ বছর ধরে। সোসিয়েদাদ শেষবার কোপা যেতে ২০২০ সালে। তবে, ১-০ গোলে এগিয়ে থেকে সুবিধাই হয়েছে রিয়াল মাদ্রিদের কারণ সেমিফাইনালের দ্বিতীয় লেগটি হতে চলেছে তাদের দুর্গে, বার্নাবিউ-তে। দ্বিতীয় লেগের সেমিফাইনাল হতে চলেছে ২রা এপ্রিল, রাত ১টায়।