আর হাতে গোনা কয়েকটা দিন বাদেই টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট শুরু হতে চলেছে। আগামী ৭ ফেব্রুয়ারি এই প্রতিযোগিতা শুরু হচ্ছে। ইতিমধ্যেই ভারতীয় দলে ১৫ জন খেলোয়াড়ের নাম ঘোষণা হয়ে গিয়েছে। কিন্তু দলের অন্যতম ক্রিকেটার ওয়াশিংটন সুন্দর এই বিশ্বকাপে খেলতে পারবেন কিনা, তা নিয়ে সন্দেহের আকাশ বড় হচ্ছে। কেউই পরিষ্কার করে বলতে পারছেন না ওয়াশিংটন সুন্দর কি পুরোপুরি ফিট হতে পেরেছেন? আগামী ৪ ফেব্রুয়ারি তাঁর ফিটনেস পরীক্ষা হবে। এই মুহূর্তে তিনি বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সলেন্সে রিহ্যাবে রয়েছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচে চোট পাওয়ার পরেই আর খেলতে পারেননি। চিকিৎসকদের পরামর্শে তিনি পূর্ণ বিশ্রামে রয়েছেন। সেই সঙ্গে রিহ্যাবও চলছে। বিশেষ সূত্রে জানা যায়, ওয়াশিংটন সুন্দরের পাঁজরের পেশী ছিঁড়ে গিয়েছে। ফলে সুস্থ হয়ে উঠতে তাঁর বেশ কিছুটা সময় লাগবে।
আইসিসি-র নির্দেশ অনুসারে ৩০ জানুয়ারি পর্যন্ত অংশগ্রহণকারী দলগুলি প্রয়োজনে খেলোয়াড় পরিবর্তন করতে পারবে। যদি কোনও ক্রিকেটার চোট পান, তাহলে প্রতিযোগিতা শুরুর আগে তা জানিয়ে দিতে হবে। যদি আগে না জানায় সেক্ষেত্রে আইসিসি কর্তৃপক্ষ কোনওভাবেই বদলি খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করবে না। সেই কারণেই তাড়াহুড়ো করে ওয়াশিংটন সুন্দরকে ফিট করার চেষ্টায় বদ্ধপরিকর ভারতীয় দলের ম্যানেজমেন্ট। ৪ ফেব্রুয়ারি ওয়াশিংটন সুন্দরকে হয়তো দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি প্রদর্শনী ম্যাচে দেখতে পাওয়া যেতে পারে। আগামী ৩ ফেব্রুয়ারি থেকে মুম্বইতে বিশ্বকাপের প্রস্তুতি শিবির শুরু হবে ভারতে।
গত বুধবার সেন্টার অফ এক্সেলেন্সে ম্যাচ খেলেছেন তিলক ভার্মা ও রিয়ান পরাগ। ভারতের টি-টোয়েন্টি ক্রিকেটে নিয়মিত সদস্য তিলক ভার্মা। তিনিও চোটের কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারেননি। তিলক ভার্মা আগামী ৪ ফেব্রুয়ারি প্রস্তুতি ম্যাচের আগে শিবিরে যোগ দেবেন। তবে তিনি বিশ্বকাপ খেলতে পারবেন কিনা, তা এখনই বলা যাচ্ছে না। আবার ভারতীয় দলের সহঅধিনায়ক অক্ষর প্যাটেল বিশাখাপত্তনমে টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় দলের হয়ে যখন ফিল্ডিং করছিলেন, তখন একটি ক্যাচ ধরতে গিয়ে আঙুলে চোট পেয়েছেন। তবে এই চোট খুব একটা গুরুতর নয়। তাই বলতেই পারা যায়, তিনি বিশ্বকাপে খেলবেন।
তবে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অক্ষর প্যাটেলকে রাখা হচ্ছে না। তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। তার প্রধান কারণ হল, বিশ্বকাপে খেলতে নামার আগে অক্ষর প্যাটেলের নতুন করে কোনওরকম চোট যেন না লাগে সেদিকে নজর রাখা হয়েছে। শেষ পর্যন্ত ওয়াশিংটন সুন্দর খেলতে না পারলে তাঁর পরিবর্ত হিসেবে দলে রাখা হতে পারে আসামের ক্রিকেটার রিয়ান পরাগকে। ইতিমধ্যে রিয়ানকে তৈরি থাকতে বলা হয়েছে বোর্ডের পক্ষ থেকে। আবার এও শোনা যাচ্ছে, কোচ গৌতম গম্ভীরের প্রথম পছন্দের ক্রিকেটার বলতেই ওয়াশিংটন সুন্দর, তাই তাঁর জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই এই ভাবনা রয়েছে।
ভারতীয় দলে স্পিনার-অলরাউন্ডারের অভাব নেই। তার জন্য সুন্দর প্রথম দিকে খেলতে না পারলে পরবর্তী ম্যাচগুলিতে খেলায় কোনও সমস্যা হবে না। চিকিৎসকদের অভিমত, বিশ্বকাপ নকআউট পর্যায় থেকে ওয়াশিংটন সুন্দরকে পাওয়া যেতে পারে। তাহলে অপেক্ষা করবেন গৌতম গম্ভীর। যদি গৌতম গম্ভীর দলের ১৪ জন খেলোয়াড়কে নিয়ে বিশ্বকাপ শুরু করেন, তাহলে ওয়াশিংটন সুন্দরের নামটা বাদের তালিকায় থাকবে না।
হয়তো কোচ গৌতম গম্ভীর প্রথম পর্বেই ১৪ জন ক্রিকেটারকে নিয়েই ভারতীয় দল সাজাবেন এবং তাঁদের নিয়েই প্রতিপক্ষ দলের বিরুদ্ধে লড়াই করবেন।