অস্ট্রেলিয়ান ওপেনে ফের চর্চায় কার্লোস আলকারাজ। তবে, এবার আর ভালো খেলার জন্য নয়। তিনি চর্চায় উঠে এলেন সম্পূর্ণ অন্য কারণে। আসলে, গত মঙ্গলবার অস্ট্রেলিয়ান ওপেনে দুরন্ত জয় তুলে নিয়েছেন নোভাক জকোভিচ। প্রথম রাউন্ডে সহজ জয় পেয়েছেন তিনি। আর তারপরেই আলকারাজকে নিয়ে মন্তব্য করেন তিনি। ম্যাচ শেষে সার্বিয়ান তারকা জানান, তাঁর সার্ভ করার ধরনকে নকল করেছেন আলকারাজ।
তবে, শুধু দাবি করেই শান্ত থাকেননি তিনি। স্পষ্ট জানিয়েছেন, ম্যাচ জিতে যে টাকা পাচ্ছেন আলকারাজ, সেটার একটা অংশ তাঁকে দেওয়ার দাবিও তুলেছেন জকোভিচ। আসলে, পুরো বিষয়টি নিয়েই মজা করেছেন তারকা এই খেলোয়াড়। কিছুটা মজার ছলেই তিনি জানিয়েছেন, আলকারাজের প্রতিটা সার্ভই তাঁর প্রতি স্প্যানিশ তারকার এক একটা শ্রদ্ধার্ঘ্য।
জোকোভিচ আরও বলেন, এই বিষয়টা লক্ষ্য করেই তিনি আলকারাজকে বার্তা দিয়েছেন। বিষয়টি বেশ উপভোগ করেছেন আলকারাজ নিজেও। এ নিয়ে তাঁর স্পষ্ট বক্তব্য, এটা একেবারেই ইচ্ছাকৃত নয়। তিনি প্রতিবছরই নিজের সার্ভ আরও উন্নত করার চেষ্টা করেন। পাশাপাশি, তাঁদের দুজনের যে সার্ভ এর ধরণের যে অনেকটাই মিল রয়েছে সে কথাও স্বীকার করে নেন আলকারাজ। তবে, কোনওভাবেই যে জকোভিচের সার্ভ নকল করার উদ্দেশ্য তাঁর ছিল না, সেটাও এদিন স্পষ্ট করে দেন তিনি।