বিশ্বক্রিকেটের প্রশাসনে ভারতের দাপট আরও বাড়তে চলেছে। আইসিসির চিফ এগজিকিউটিভ পদে বসতে চলেছেন এক ভারতীয়। এমন হতে পারে জয় শাহের চেয়ারম্যান হওয়ার পর আইসিসির পদে বসবেন আর এক ভারতীয় ক্রিকেট প্রশাসক।
গত বছর ডিসেম্বর মাসে আইসিসির চেয়ারম্যান হয়েছেন জয় শাহ। এ বার বিশ্ব ক্রিকেটে ভারতের দাপট আরও বাড়তে চলেছে। আইসিসির চিফ এগজ়িকিউটিভ পদে বসতে চলেছেন সংযোগ গুপ্ত। বর্তমানে সম্প্রচারকারী সংস্থা জিয়োস্টারের ‘হেড অফ লাইফ স্পোর্ট’-এর দায়িত্বে রয়েছেন সংযোগ।
আগামী জুলাই মাসে আইসিসির বার্ষিক সভা রয়েছে। সেখানেই নতুন চিফ এগজিকিউটিভের নামে সিলমোহর পড়তে পারে। আপাতত এই দায়িত্ব সামলাচ্ছেন অস্ট্রেলিয়ার জিওফ অ্যালার্ডিস। তাঁর কার্যকাল শেষ হয়ে গিয়েছে। তাই এ বার নতুন কেউ দায়িত্ব নেবেন। জানা গিয়েছে, আপাতত এই পদের দৌড়ে সংযোগ ছাড়া আর কেউ নেই।
সংযোগকে নতুন দায়িত্ব দেওয়ার নেপথ্যে রয়েছেন জয় শাহ। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব থাকাকালীন শাহ ও সংযোগের সম্পর্ক বেশ ভাল ছিল। ভারতে সব খেলার সম্প্রচারের দায়িত্ব জিয়োস্টারের। সেই কারণেই তাঁদের একসঙ্গে কাজ করতে হয়েছে। পরিচিত মুখকেই নতুন দায়িত্ব দিতে চান আইসিসির চেয়ারম্যান। যদি সংযোগ আইসিসির নতুন চিফ এগজ়িকিউটিভ হন তা হলে বিশ্বক্রিকেটে যেমন ভারতের দাপট বাড়বে, তেমনই অনেক চ্যালেঞ্জ সামলাতে হবে তাঁকে।
আগামী ২০২৭ সাল পর্যন্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এক নিয়মে চলছে। ২০২৭ সালের পর সেই নিয়ম বদলাতে পারে। টেস্ট খেলা দেশগুলিকে দু’টি ভাগে ভাগ করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রস্তাব রয়েছে। সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। ২০২৮ সালের অলিম্পিক্সে ক্রিকেটের প্রত্যাবর্তনের বিষয়ও রয়েছে।