দোহায় আফগান ক্রিকেটাররা

আফগান ক্রিকেটাররা(Photo: Twitter/@ICC)

তালিবান সরকার গোটা আফগানিস্তান দখল করার পর একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছিল সেখানে। সে দেশের জাতীয় দলের ক্রিকেটাররা আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে অংশ নিতে পারবেন কিনা তা নিয়ে একটা সন্দেহ দেখা দিয়েছিল।

তবে তালিবান সরকার পরিষ্কার জানিয়েছিল তারা ক্রিকেটকে ভালোবাসে। পুরুষ ক্রিকেটাররা ক্রিকেট খেলতে পারবেন। ইতিমধ্যেই দোহায় পৌঁছে গেল আফগান ক্রিকেটাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে খেলার উজ্জ্বল সম্ভাবনা আস্তে আস্তে তৈরি হচ্ছে।

কাতারের উপ বিদেশমন্ত্রী লোলওয়াহা আলখাতের ট্যুইট করে লেখেন, আফগানিস্তান ক্রিকেটাররা এখানেই অনুশীলন করবে। তালিবান সরকারের অনুরোধে তাদের স্বাগত জানানো হচ্ছে। এছাড়া দলের সঙ্গে আরও বিভিন্ন দেশের লোক কাতারে এসে পৌঁছেছেন ইতিমধ্যে।