নিয়মানুসারে ‘এ+’ ক্যাটাগরিতে আর থাকবেন না রোহিত ও বিরাট, বুমরার জন্য নতুন ভাবনা

প্রতিনিধিত্বমূলক চিত্র

ভারতের দুই ক্রিকেট তারকা বিরাট কোহলি ও রোহিত শর্মারা ভারতীয় ক্রিকেট বোর্ডের চুক্তিতে থাকবেন না ‘এ+’ ক্যাটাগরিতে। আগামী কেন্দ্রীয় চুক্তিতে ক্যাটাগরির সংখ্যা কমে যাচ্ছে। তার সংখ্যা হবে তিন। এই সিদ্ধান্তের কথা ইতিমধ্যেই জানিয়েছেন বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া। সাধারণত চারটি ক্যাটাগিরিতে এতদিন ক্রিকেটারদের ভাগ করা হত। ‘এ+’ ক্যাটাগরিতে ক্রিকেটারদের চুক্তি অনুযায়ী বছরে বিসিসিআই সাত কোটি টাকা ক্রিকেটারদের দিত। ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটাররা বছরে পাঁচ কোটি টাকা পেয়ে থাকেন।

‘বি’ ক্যাটাগরিতে যে সমস্ত ক্রিকেটারদের নাম চুক্তিবদ্ধ করা হত, তাঁরা বছরে তিন কোটি টাকা হাতে পেতেন। আর ‘সি’ ক্যাটাগরির ক্রিকেটারদের জন্য বরাদ্দ ছিল এক কোটি টাকা। সেই কারণে বিরাট কোহলি ও রোহিত শর্মার মতো ক্রিকেটাররা গত কয়েক বছর ধরে ‘এ+’ ক্যাটাগরিতে ছিলেন। নতুন নিয়ম অনুসারে ওই তারকা ক্রিকেটাররা বেশ কয়েক বছর ধরে সাত কোটি করে টাকা পাচ্ছিলেন। তাই নতুন চুক্তিতে তাঁদের টাকার অঙ্ক অনেক কমে যাবে। আর এই নতুন পরিকল্পনার কথা অল্পদিনের মধ্যেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সচিব সাইকিয়া।

তবে তার একটা যোগ্যতম মান থাকবে। যে সমস্ত ক্রিকেটার ‘এ+’ ক্যাটাগরিতে থাকার যোগ্য, তাঁরা কেউ তিন ধরনের ক্রিকেট খেলেন না। তবে একটি ফর্ম্যাটে তাঁরা খেলে থাকেন। ক্যাটাগরির মান অনুসারে এই দুই ক্রিকেটারকে আর ‘এ+’ ক্যাটাগরিতে রাখা সম্ভব হচ্ছে না। তাই এই ক্যাটাগরিটা বিলুপ্ত করে দেওয়া হয়েছে।


শেষ বার ‘এ+’ ক্যাটাগরিতে ছিলেন চার জন ক্রিকেটার। কোহলি, রোহিতের সঙ্গে ছিলেন রবীন্দ্র জাদেজা এবং যশপ্রীত বুমরা। বর্তমানে কোহলি এবং রোহিত এখন শুধু এক দিনের ক্রিকেট খেলেন। টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন জাদেজাও। বুমরাকেও তিন ধরনের ক্রিকেট খেললেও সব সিরিজ়ে তাঁকে পাওয়া যায় না। সাইকিয়া ইঙ্গিত দিয়েছেন, বুমরার আয়ের বিষয়টি তাঁরা ভাবছেন। জোরে বোলারের আয় যাতে কমে না যায়, সে জন্য বিকল্প ব্যবস্থা করা হতে পারে। কী সেই ব্যবস্থা তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।