ভারতীয় দলে অভিমন্যুর সুযোগ আসবেই, বললেন কোচ গম্ভীর

প্রতিনিধিত্বমূলক চিত্র

ভারত – ইংল্যান্ড সিরিজে একের পর এক ক্রিকেটার চোট পেয়ে ছিটকে গেলেও, ভাগ্যে শিকে ছেড়েনি বাংলা দলের প্রাক্তন অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণের। ২০২২ সাল থেকে বিভিন্ন সিরিজে ভারতীয় দলে থাকলেও এখনও টেস্ট অভিষেক হয়নি তাঁর। স্বাভাবিকভাবেই, বিষয়টি নিয়ে বিশেষ ক্ষোভ প্রকাশ করেছেন অভিমন্যুর বাবা আরপি ঈশ্বরণ। এমনকি, ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে বাংলা দলের প্রাক্তন ক্রিকেটারদেরকেও। আসলে, বাংলা দলের পাশাপাশি ভারতীয় এ দলের হয়ে প্রচুর রান করার পরেও কার্যত উপেক্ষিত থাকতে হয়েছে বাংলার এই ক্রিকেটারকে। এর পরেই প্রশ্ন উঠেছে শুধুমাত্র বাংলার ক্রিকেটার বলেই কি বারবার নিজেকে প্রমাণ করা সত্ত্বেও কি উপেক্ষিত থাকতে হচ্ছে অভিমন্যু ঈশ্বরণকে ? এদিকে, দলের সঙ্গে ইংল্যান্ড সফরে গেলেও টেস্ট অভিষেক না হওয়ায় ভেঙে পড়েছেন তিনি। তবে, জানা গিয়েছে ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর নাকি বিশেষ আশ্বাস দিয়েছেন বঙ্গ এই ক্রিকেটারকে। তিনি বলেছেন, অভিমন্যুর প্রতি তিনি কোনও অবিচার হতে দেবেন না। তাঁর বাবা জানিয়েছেন, ভারতীয় দলের প্রধান কোচ অভিমন্যুকে বলেছেন সে সঠিক পথে আছে। এরপরেই তাঁকে আশ্বাস দিয়ে গম্ভীর জানান, তাঁর সুযোগ আসবেই। আর যখন সুযোগ আসবে তখন সে দীর্ঘদিন ভারতের হয়ে খেলবে। এই প্রসঙ্গে উল্লেখ করা যায়, অভিমন্যু ভারতীয় দলে ডাক পাওয়ার পর থেকে ১৫ জন ক্রিকেটারের টেস্ট অভিষেক হয়েছে। অথচ, তাঁর অপেক্ষা এখনও শেষ হয়নি।

ইংল্যান্ড সফর শেষে গম্ভীরের এই আশ্বাসে ভরসা করেই বর্তমানে দলীপ ট্রফির জন্য প্রস্তুতি শুরু করেছেন অভিমন্যু। সেজন্যে আপাতত বেঙ্গালুরু যাবেন তিনি। সেখানে ১০-১২ দিনের প্রস্তুতি সেরে কয়েক দিনের জন্য নিজের বাড়ি দেরাদুনে ফিরবেন। তারপর চলে যাবেন দলীপ ট্রফি খেলতে। তবে, প্রশ্ন উঠছে এই টুর্নামেন্টে ভালো খেললেও কি শেষপর্যন্ত দীর্ঘদিনের অপেক্ষার অবসান হবে বঙ্গ এই ব্যাটসম্যানের? কোচ গম্ভীরের কথা মতো তিনি কি সুযোগ পাবেন ভারতীয় দলের প্রথম একাদশে ? যদিও তার উত্তর সময়ই দেবে। এদিকে বাংলা ক্রিকেট দলের কোচ লক্ষ্মীরতন শুক্লাও আশা করেছেন ইংল্যান্ড সফরে হয়তো অভিষেক হবে অভিমন্যু ঈশ্বরণের। কিন্তু পাঁচ টেস্ট ম্যাচে তাঁর জায়গা না হওয়ায় নিজেও হতাশ। সেই কারণেই কোচ লক্ষ্মীরতন মনে করছেন আগামী দিনে অভিমন্যু ভারতীয় দলে ডাক পাবেনই এবং ভালো খেলার চেষ্টা করবেন। বাংলার হয়ে তিনি যে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, সেই অভিজ্ঞতা থেকে বলতে পারা যায়, ভারতীয় দলে তাঁর জায়গা অবশ্যই আসবে।