২৫কে কলকাতা দৌড়

নিজস্ব চিত্র

পূর্ব ভারতের সবচেয়ে বড় দৌড় প্রতিযোগিতা বলতেই টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা। এই দৌড় প্রতিযোগিতা দশ বছরে পদার্পন করল। এই দৌড় প্রতিযোগিতা এবারে অনুষ্ঠিত হবে আগামী ২১ ডিসেম্বর কলকাতার রেড রোডে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে শুক্রবার থেকে অংশগ্রহণকারীদের নাম নথিভুক্ত করা শুরু হয়ে গিয়েছে। ২৫কে কলকাতা দৌড় এখন
এই শহরে শীতকালীন উৎসবে পরিণত হয়েছে।

টাটা স্টিলের ভাইস প্রেসিডেন্ট ডি.বি. সুন্দারা রামম বলেন, এই দৌড় কলকাতার ক্রীড়া ও সাংস্কৃতিক পরিচয়ে বড় ভূমিকা নিয়েছে। ফিটনেস ও ঐক্যের প্রতীক হিসেবে চিহ্নিত হয়ে থাকে। সাংবাদিক বৈঠকে পদ্মশ্রী ফুটবলার বাইচুং ভূটিয়া বলেন, কলকাতা আমার প্রাণের শহর। তাই সবাইকে বলব এই দৌড়ে অংশ নিয়ে কলকাতার সম্মানকে আরও সমৃদ্ধ করবেন।

অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় মনে করেন, আনন্দ রানে যাঁরা অংশ নেবেন তাঁরা প্রত্যেকেই রঙিন পোশাকে ঝলমল করে তুলবেন কলকাতা শহরকে। অংশগ্রহণকারীদের জন্য থাকছে টাটা স্টিলের মেডেল অফ স্টিল, টি১০ স্পোর্টসের বিশেষ রেস-ডে টি-শার্ট, প্রথমবারের রানারদের জন্য ডেবিউট্যান্ট প্রোগ্রাম এবং পরিবারের জন্য হোম রান স্কোয়াড। এছাড়া চলবে প্রতিরক্ষা বাহিনীর মর্যাদাপূর্ণ বিজয় দিবস ট্রফি প্রতিযোগিতা।