বিজেপি’কে যারা ভোট দিয়েছিলেন, তারা প্রতারিত হয়েছেন দাবি কংগ্রেসের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (File Photo: IANS)

২০১৪ সালে ভােটারদের মধ্যে যারা কিনা ভারতীয় জনতা পার্টিকে ভােট দিয়েছিলেন, তাঁরা পাঁচ বছরের বিজেপি শাসনের পর নিজেরা প্রতাড়িত হয়েছেন বলে মন্তব্য করলেন কংগ্রেসের জাতীয় সম্পাদক অবিনাশ পান্ডে। তিনি বলেন, ‘শাসক দলের নেতারা তাদের প্রতিশ্রুতির কটা পূরণ করেছেন তা নিয়ে কোনও প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত নয়। জাতীয়তাবাদ ও সেনা বাহিনীর সফলতা নিয়ে প্রচার চালিয়ে দেশের জনগণের মনােযােগ ঘােরানাের চেষ্টা করছেন।’

তিনি বলেন, ‘২০১৪ সালে ভােটাররা যারা কিনা ভারতীয় জনতা পার্টিকে ভােট দিয়েছিলেন, তাঁরা পাঁচ বছরের বিজেপি শাসনের পর নিজেরা প্রতাড়িত হয়েছেন।’ তিনি বলেন ‘দেশের মানুষ জাতীয়তাবাদে উদ্বুদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু দেশের প্রধানমন্ত্রী বালাকোটে ভারতীয় বায়ুসেনার হামলার ঘটনাকে প্রচার করে নিজের ব্যর্থতা লুকোনোর চেষ্টা করছেন।’

ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন শাসক জোট ১০ কোটি চাকরি দিতে ব্যর্থ হয়েছে, নােটবন্দি করেও দুর্নীতি ও জঙ্গি হামলা দমন করতে ব্যর্থ হয়েছে। দেশের জনগণের অ্যাকাউন্টে ১৫ লাখ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি করেও তা দিতে ব্যর্থ হয়েছেন।


কংগ্রেসের তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, ক্ষমতায় এলে দেশের ২০ শতাংশ দরিদ্র মানুষের ন্যুনতম আয়ের ব্যবস্থা করা হবে। সভাপতি রাহুল গান্ধি ২৩ এপ্রিল বানেশ্বর জনসভা করবেন।