দুষ্কৃতীদের হাতে আক্রান্ত পঞ্চায়েত সদস্যা

প্রতীকী ছবি (Photo: IANS)

এবার দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হলেন খােদ পঞ্চায়েতে সদস্যা। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হলেন এক পঞ্চায়েত সদস্যা। হাওড়ার নিশ্চিন্দা থানার অন্তর্গত পূর্ব আনন্দনগরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, স্থানীয় এক গৃহবধূকে দুষ্কৃতীদের গালিগালাজ ও কটুক্তি কা নিয়ে ওই পঞ্চায়েত সদস্যা প্রতিবাদ করেছিলেন। এর জেরে এদিন সকালে তাঁদের দোকান ভাঙচুরের পাশাপাশি ওনার স্বামীকেও মারধর করা হয় বলে অভিযােগ।

তিন থেকে চারটি বাড়িতেও ভাঙচুর চালায় দুষ্কৃতিরা। বাইক বাহিনী এনে তান্ডব চালানাে হয়। দুষ্কৃতিদের হুমকিতে রীতিমতাে আতঙ্কে রয়েছে পরিবারটি। ঘটনায় কয়েকজন আক্রান্ত হন। নিশ্চিন্দা থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।


দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র, লাঠিসােটা নিয়ে আক্রমণ চালায় বলে অভিযােগ। ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি। এলাকায় উত্তেজনা রয়েছে। দুষ্কৃতীদের তাণ্ডবের ঘটনা সিসিটিভিতেও ধরা পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ডােমজুড়ের বিধায়ক কল্যাণ ঘােষ।