আজ বৈঠকে বসছে বাম-কংগ্রেস

কংগ্রেস (Photo: IANS)

একুশের নির্বাচন দোরগােড়ায়। তার আগেই যাবতীয় রণকৌশল স্থির করে নিতে চাইছে সমস্ত রাজনৈতিক দল। পিছনে নেই বাম এবং কংগ্রেস । এই দুই রাজনৈতিক দল চাইছে পুজোর পরেই আসন নিয়ে সমঝােতায় পৌছাতে।

সূত্রের খবর কালীপুজোর পরেই এই দুই দল বৈঠকে বসতে চলেছে। মঙ্গলবার বাম এবং কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব আলােচনায় বসতে পারে জানা গেছে এমনটাই। 

প্রসঙ্গত, তৃণমূল এবং বিজেপি’কে পরাস্ত করতে একুশের নির্বাচন একসঙ্গে লড়বে সিপিএম এবং কংগ্রেস। কোন আসনে প্রার্থী দেবে বাম আর কোন আসনগুলি বরাদ্দ থাকবে কংগ্রেসের জন্য তা এখনও নির্ধারিত করা হয়নি। 


অন্যদিকে বিহার নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির পর জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন এসেছে বিস্তর। একদিকে যেরকম বিহার নির্বাচনে ভাল ফলাফল করেছিল বামেরা, ঠিক সেই রকমভাবেই কংগ্রেসের কার্যত ভরাডুবি হয়েছে। সেক্ষেত্রে আসন সমঝােতা নিয়ে দুই পক্ষের মধ্যে আলােচনা হবে মঙ্গলবার জানা গেছে এমনটাই।