পিকে’র টিম সদস্যদের হেনস্থা ত্রিপুরায়

ভােটকুশলী প্রশান্ত কিশাের (File Photo: IANS)

জিজ্ঞাসাবাদের নামে ত্রিপুরায় হেনস্থা হলেন ভােটকুশলী প্রশান্ত কিশােরের দল। প্রশান্তের দলের ২০ জন সদস্যকে রবিবার রাত একটা থেকে পুলিশ হঠাৎ জিজ্ঞাসাবাদ শুরু করে। অভিযােগ, সােমবারও পিকের। টিমকে হােটেল থেকে বের হতে দেওয়া হয়নি। জিজ্ঞাসাবাদের নামে তাদেরকে হােটেলে আটকে রাখা হয়।

তৃণমূলের কাছে এখন আসন্ন লক্ষ্য ত্রিপুরা। তৃণমূল ত্রিপুরাতে তাদের মাটি শক্ত করতে চাইছে। এমনকি এই লক্ষ্যে ২১ জুলাইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তাও ত্রিপুরাতে শােনানাে হয়েছিল। আর তাই সেই রাজ্যে মানুষের মন বােঝার চেষ্টার ময়দানে নেমেছে ভােটকুশলী পিকের টিম।

তাদের বর্তমান ঠিকানা মঠকৌসুহনি সংলগ্ন পুরনাে জেল রােড় যাওয়ার রাস্তার ধারের এক হােটেল। সেখানেই সপ্তাহ যাবৎ আছে পিকের টিমের সদস্যরা। তাঁরা গত এক সপ্তাহ ধরে আগরতলা সহ গােটা রাজ্যে তৃণমূলের হয়ে জনমত সমীক্ষা চলাচ্ছেন।


অভিযােগ তাদের পরিচয় জানতে চাওয়ার নামে রবিবার রাত একটা থেকে হােটেলে আটকে রাখা হয়েছে। এমনকি পরিচয় জানার নামে তাদের হয়রানি করবারও অভিযােগ উঠেছে।

এই প্রসঙ্গে ত্রিপুরার তৃণমূলের রাজ্য সভাপতি আশিসলাল সিং জানান, ‘রুটিন জিজ্ঞাসাবাদের নামে পিকের টিমের সদস্যদের আটকে রাখা হয়েছে। ওঁরা শুধু তৃণমূল নয়, সমস্ত দলের সঙ্গেই কথা বলছিল।

আসলে বিজেপি সবকিছুর মধ্যে ভূত দেখছে। আশিসলালের কথায়, ‘এটা গণতান্ত্রিক কাঠামাে কুঠারাঘাত। একজন ত্রিপুরাবাসী হিসেবে আমি লজ্জিত।