জাতীয় কংগ্রেসে বিদেশের সাংগঠনিক নেতা নির্বাচন

কংগ্রেস (Photo: IANS)

দেশে দলের স্থায়ী সভাপতি পদে কেউ নেই.ঠিক এইরকম পরিস্থিতিতে বিদেশের মাটিতে সাংগঠনিক নেতা নির্বাচন করলাে কংগ্রেস দল। রাহুল গান্ধী দলের সর্বভারতীয় সভাপতি পদ ছাড়ার পর অস্থায়ী ভাবে দল পরিচালনা করছেন সনিয়া গান্ধী।

তিনিও শারীরিকভাবে অসুস্থ। দেশের কংগ্রেস নেতাদের পদে চলছে নেতৃত্ব নিয়ে চাপানউতাের পরিবেশ। বিশ্বের সংগঠন হিসাবে কান্ট্রি প্রেসিডেন্ট পদে বিভিন্নজনকে আনা হয়েছে ইউরােপ জুড়ে। বিশ্ব কংগ্রেসের দায়িত্ব দেওয়া হয়েছে শ্যাম পিত্রোদাকে।

ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেস নরওয়ে শাখার প্রধান করা হয়েছে গরিসােবার সিংহ গিলকে। যিনি ‘চক্র’ নামে এক বিয়ার সংস্থার মালিক। ফিনল্যান্ডের দায়িত্ব দেওয়া হয়েছে কমলকুমার জাভরাপ্পা নামে এক বিজ্ঞানীকে।


এছাড়া ইতালি, সুইজারল্যান্ড, সুইডে অস্ট্রিয়া, বেলজিয়াম, নেদারল্যান্ডস, পােলান্ডেও সাংগঠনিক নেতা নির্বাচন করলাে কংগ্রেস দল।