বিজেপি-শিবসেনার প্রাক নির্বাচনী জোট নিয়ে মতবিরোধ, জট ১০টি আসনে

প্রতীকী ছবি (File Photo: IANS)

মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন ঘােষণা করে দেয়া হয়েছে। কিন্তু প্রাক নির্বাচনী জোট নিয়ে এখনও কোনাে সমঝােতায় পৌঁছতে পারেনি বিজেপি ও শিবসেনা।

সােমবার রাতেও দুই দলের নেতাদের মধ্যে বৈঠকে কোনাে সমাধানসূত্র বের হয়নি। ১০টি আসন নিয়ে এখনও জট রয়েছে। মঙ্গলবার দুই দলে যৌথ সাংবাদিক বৈঠক করার কথা ছিল। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তা স্থগিত রাখা হয়েছে। জট কাটিয়ে জোট বাধার চেষ্টায় মরিয়া দুটি দলই। 

আগে শিবসেনা ১১০টি থেকে ১২৫টি আসনে লড়তে চেয়েছিল। সেই প্রাথমিক অবস্থান থেকে শিবসেনা সরে এসেছে। বর্তমানে মহারাষ্ট্র বিধানসভায় বিজেপি’র বিধায়ক সংখ্যা ১২২ এবং শিবসেনার ৬৩। 


শিবসেনার প্রধান গতসপ্তাহে দু’দলের মধ্যে গােলমালের কথা উড়িয়ে দিয়েছেন। তিনি জানান, আসন্ন বিধানসভা নির্বাচনে খুব শীঘ্রই আসন রফা হবে।

২০১৪ সালের বিধানসভা নির্বাচনে দুই দল পৃথকভাবে লড়াই করে। কিন্তু পরে তারা হাত মিলিয়ে সরকার গড়ে। কেন্দ্রে কিন্তু বিজেপি’র শরিক শিবসেনা। 

শেষ লোকসভা নির্বাচনে জোট করে তারা ৪৮টি লােকসভা আসনের মধ্যে পেয়েছিল ৪১টি। মহারাষ্ট্রে ভােট ২১ অক্টোবর। গণনা ২৪ অক্টোবর।