বিশ্ব আদিবাসী দিবস উদযাপনে ডেবরায় শুভেন্দু

শুভেন্দু অধিকারী (File Photo: IANS)

ডেবরার দুয়া সিধু কানহু রিক্রিয়েশন ক্লাব আয়ােজিত বিশ্ব আদিবাসী দিবস পালন অনুষ্ঠানে যােগ দিলেন বিধানসভার বিরােধী দলনেতা শুভেন্দু অধিকারী। সংক্ষিপ্ত বক্তব্যে শুভেন্দু বলেন, স্বাধীনতা আন্দোলন, পরবর্তী সময় দেশ গঠন উন্নয়নের আদিবাসীদের ভূমিকা রয়েছে।

১৯২৫ সালে পণ্ডিত রঘুনাথ মুর্ম অলচিকি হরফ প্রবর্তন করেছিলেন ২০০৩ সালে প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ি অষ্টম তফসিলে সাঁওতালী ভাষাকে অন্তর্ভুক্ত করেন। প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত সাঁওতালী ভাষায় পঠনপাঠনের ব্যবস্থাকে আরও সুদূর করতে হবে।

সরকারি চাকরিতে তপশিলি উপজাতিদের বহু শূন্যপদ ফাঁকা পড়ে আছে। দ্রুত এইসব শুন্যপদ পূরণ করতে হবে। নিজেদের সংস্কৃতি ভাষা ও ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার জন্য আদিবাসীদের লড়াইকে আমি সম্মান জানাই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের দুই সদস্য অমূল্য মাইতি, তপন দত্ত, তন্ময় দাস প্রমুখ।