অভিষেক সফর শেষে ত্রিপুরায় এআইসিসি’র জোড়া প্রতিনিধি

অভিষেক বন্দ্যোপাধ্যায় (Photo: Twitter @abhishekaitc)

ত্রিপুরায় বিধানসভার নির্বাচন রয়েছে আগামী ২০২৩ সালে। এরই মধ্যে তৃণমূল কংগ্রেস এবং জাতীয় কংগ্রেসের ফোকাস এখন বিজেপি শাসিত ত্রিপুরা রাজ্য। বাংলায় তৃণমূল কংগ্রেস বিধানসভার ভােটে বিপুল জয় পেয়ে সর্বভারতীয় ক্ষেত্রে সাংগঠনিক শক্তি বাড়াতে চায়।

তার ফলস্বরূপ ভােটকুশলী প্রশান্ত কিশােরের আইপ্যাক টিম পৌছে গেছে ত্রিপুরায়। তৃণমূলের নেতা মন্ত্রীদেরও ত্রিপুরায় সফর শুরু করেছেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় গত সােমবার গিয়েছিলেন। অভিষেকের সফর শেষেই হাজির হলেন জাতীয় কংগ্রেসের এআইসিসি’র জোড়া প্রতিনিধি।

যা নিয়ে সরগরম ত্রিপুরার রাজ্য রাজনীতি। এআইসিসি’র সাধারণ সম্পাদক অবিনাশ পান্ডে এবং ছত্ৰীশগড়ের স্বাস্থ্যমন্ত্রী টিএস সিংহদেও পৌছে গেছেন ত্রিপুরায়। তাঁরা প্রদেশ কংগ্রেস নেতৃত্বের পাশাপাশি ব্লক কমিটির সাথে সাংগঠনিক বৈঠক সারবেন।


গত লােকসভার নিরিখে ত্রিপুরা পূর্ব এবং পশ্চিম আসনে দ্বিতীয় স্থানে কংগ্রেস এবং তৃতীয়তে বামেরা। ত্রিপুরা পশ্চিম আসনে তৃণমূল প্রার্থী ফুটবলার মামন খান পেয়েছিলেন মাত্র ৮ হাজার ভােট।

ত্রিপুরার প্রদেশ কংগ্রেস সম্পাদক পীযুষকান্তি বিশ্বাস জানান, কংগ্রেসের ব্লক স্তরের কমিটি রয়েছে, সেখানে তৃনমুলের নূ্যনতম সংগঠন নেই। তবে আমরা কারও সাথে প্রতিযােগিতায় নেই।