বিজেপির তৃতীয় তালিকায় প্রাক্তন রাজ্যপাল থেকে আন্নামালাইয়ের নাম

দিল্লি, ২১ মার্চ– মাত্র ৯ জন প্রার্থীর নাম সহ লোকসভা নির্বাচনের তৃতীয় তালিকা ঘোষণা করল বিজেপি৷ বৃহস্পতিবার, সামনে আসা এই তালিকায় থাকা সকল প্রার্থীই তামিলনাড়ুর৷ তামিলনাড়ুর প্রাক্তন রাজ্যপাল তামিলসাইকে নিয়ে চলতে থাকা জল্পনার অবসান ঘটছে এই তালিকা প্রকাশ হতেই৷ এই তালিকায় সবথেকে বড় চমক তেলেঙ্গানার প্রাক্তন রাজ্যপাল তামিলসাই সৌন্দররাজন৷ চেন্নাই দক্ষিণ কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি৷ এছাড়া তালিকায় নাম রয়েছে বিজেপির তামিলনাড়ুর সভাপতি কে আন্নামালাইয়েরও৷ কোয়েম্বাটোর কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন আন্নামালাই৷ কেন্দ্রীয় মন্ত্রী এল মুরুগান প্রতিদ্বন্দ্বিতা করবেন নীলগিরি কেন্দ্র থেকে৷

জানিয়ে রাখি, এর আগে ১৯৫ জনের প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করেছিল বিজেপি৷ তারপর, ৭২ জনের একটি দ্বিতীয় তালিকা প্রকাশ করেছিল গেরুয়া শিবির৷ বৃহস্পতিবার ৯ জনের তৃতীয় তালিকা প্রকাশ করা হল৷

তবে বিজেপির যে তৃতীয় তালিকা এদিন প্রকাশ পেল তাতে থাকা নামগুলির সাফল্য নিয়ে সন্দিহান রাজনৈতিক মহল৷ কারণ যে তামিলসাইকে নিয়ে এত বড় চমক দিয়েছে বিজেপি সেই তামিলসাই আজ পর্যন্ত বিজেপির টিকিটে, দুবার বিধানসভা নির্বাচন এবং একবার লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও সাংসদ বা বিধায়ক নির্বাচনে একবারও জয়ী হতে পারেননি৷ ২০১৯ সালের লোকসভা নির্বাচনে থুথুক্কুডি় কেন্দ্রে থেকে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধির মেয়ে থা ডিএমকে নেত্রী কানিমোঝি করুণানিধির কাছে পরাজিত হয়েছিলেন তিনি৷ এরপর, ২০১৯-এর ১ সেপ্টেম্বর তাঁকে তেলেঙ্গানার রাজ্যপাল নিযুক্ত করা হয়েছিল৷ ২০২১-এর ১৬ ফেব্রুয়ারি তাঁদের পুদুচেরির রাজ্যপালের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল৷


গত মঙ্গলবার, তেলঙ্গানার রাজ্যপালের পদ থেকে ইস্তফা দেন তামিলসাই সৌন্দররাজন৷ তার পরদিনই তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টিতে ফের যোগ দিয়েছেন তামিলসাই৷ তাঁকে দলে স্বাগত জানান আন্নামালাই৷ এর দুদিন পরই তামিলনাড়ু থেকে তাঁকে প্রার্থী করা হল৷ “তামিলনাড়ুতে অবশ্যই পদ্ম ফুটবে,” তিনি জোর দিয়েছিলেন৷ তামিলসাই, আন্নামালাই এবং এল মুরুগানের পাশাপাশি, দলের বিশিষ্ট নেতা পন রাধাকৃষ্ণাণ এবং ডা. এসি শানমুগমকেও প্রার্থী করা হয়েছে৷ রাধাকৃষ্ণাণ প্রার্থী হয়েছেন কন্যাকুমারি থেকে আর শানমুগম ভেলোর৷

তামিলনাড়ুতে ৩৯টি লোকসভা আসনের মধ্যে ২০টি আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করেছে বিজেপি৷ বাকি ১৯টি আসনে প্রার্থী দেবে এনডিএ-র শরিকরা৷ চারটি আসনে আঞ্চলিক দলের প্রার্থীরাও পদ্ম চিহ্ন নিয়েই লড়বেন৷ বিজেপিকে দীর্ঘদিন ধরে সমর্থন করে এসেছেন বহিস্কৃত এআইএডিএমকে নেতা ও পনিরসেলভম৷ কিন্ত্ত, তাঁকে কোনও আসন দেওয়া হয়নি৷